মুশফিকদের বিদায় করতে ১৫১ দরকার তামিমদের

ঢাকার বিপক্ষে প্লে অফের ম্যাচে মুশফিককে তুলে নেওয়ার পরে বরিশালের উল্লাস। ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০২:৩৩
হারলে গ্রুপ পর্বেই বিদায়, জিতলে প্লে অফে খেলার সুযোগ; এমন ম্যাচে দারুণ এক জয় তুলে নেয় তামিম ইকবালের ফরচুন বরিশাল। এবার প্লে অফে জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করার পালা তামিমদের। আর তার জন্য মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকার বিপক্ষে ১৫১ রান করতে হবে তামিম-আফিফদের।
সোমবার প্লে অফ ম্যাচে শুরুটা ভালো হয়নি ব্যাট করতে নামা মুশফিকের দলের। শুরুতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা। টুর্নামেন্টে দারুণ সফল তরুণ বাঁ-হাতি ওপেনার নাঈম শেখ ফিরে যান ৫ রান করে। তার সঙ্গী সাব্বির রহমান করেন মাত্র ৮ রান। এরপর আল-আমিন জুনিয়র ফেরেন দুই বলে শূন্য করে।
চাপ তৈরি হয় ক্রিজে থাকা মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী চৌধুরীর ওপর। সেই চাপটা তারা দারুণভাবে সামাল দেন। গড়েন ৫০ রানের জুটি। এর মধ্যে মুশফিকুর রহিম ৩০ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। ক্রিজে আসা আকবর আলী দেখান এক ঝড়। কিন্তু তা স্থায়ী হয়নি। ৯ বলে ২১ রান করে ফিরে যান তিনি।
তবে একপ্রান্তে অবিচল ছিলেন ইয়াসির আলী। তিনি খেলেন ৪৩ বলে তিন চার এবং দুই ছক্কায় ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ ওভারে ফিরে যাওয়ার আগে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। শেষ পর্যন্ত বেক্সিমকো ঢাকা নির্ধারিত ২০ ওভারে থামে ৮ উইকেটে ১৫০ রান তুলে।
বরিশালের হয়ে দারুণ বোলিং করেন পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার মেহেদি মিরাজ। তাসকিন তার চার ওভার থেকে ২১ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। মেহেদি মিরাজ চার ওভারে খরচা করেন ২৩ রান। তুলে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। কামরুল ইসলাম রাব্বি দুটি উইকেট নিলেও ছিলেন খরুচে। চার ওভারে তিনি দেন ৪০ রান।