ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

তামিমদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা

তামিমদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা

বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা। ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৪:৪০

লক্ষ্যটা আয়ত্বের মধ্যেই ছিল ফরচুন বরিশালের। কিন্তু বেক্সিমকো ঢাকার বিপক্ষে সুযোগটা নিতে পারেননি তামিমরা। গ্রুপ পর্বে দারুণ এক জয়ে প্লে অফে আসা বরিশাল তাই মুশফিকুর রহিমের ঢাকার কাছে ৯ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে।

প্রথমে ব্যাট করে বেক্সিমকো ঢাকা তুলতে পারে ১৫০ রান। ওই রান তাড়ায় নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান তুলতে পারেন তামিমরা। ছোট হারে তাই প্লে অফ থেকেই বিদায় নিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিমের দল ফরচুন বরিশাল।

অন্যদিকে বোলারদের দাপটে ছোট্ট এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ঢাকা। জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রামের জয়ী দল উঠে যাবে ফাইনালে। পরাজিত দলের বিপক্ষে তাই দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা।

ইয়াসির আলীর ফিফটিতে ঢাকার লড়াইয়ের পুঁজি পাওয়া রানটা তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিল বরিশাল। কিন্তু ব্যক্তিগত ১২ রানে ওপেনার সাইফ হাসান এবং ২ রানে পারভেজ ইমন আউট হওয়ার পরে চাপে পড়ে যায় তারা। তামিম এবং আফিফ হোসেন ক্রিজে থেকেও জুটি গড়তে পারেননি। তামিম ২৮ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান। 

অন্যপ্রান্ত থেকে লড়াই চালিয়ে যান আফিফ। কিন্তু তার ৩৫ বলে ৪ ছক্কা ও তিন চারে খেলা ৫৫ রানের দারুণ ইনিংসটা দলকে জয় এনে দিতে পারেনি। কারণ তাকে সঙ্গ দিতে পারেননি অন্য কেউ। তৌহিদ হৃদয় ১২, মাহিদুল অঙ্কন এবং মেহেদি মিরাজ ১৫ রান করে ফিরলে তাই হতাশার হারে মাঠ ছাড়তে হয় বরিশালের।

আরও পড়ুন

×