কোহলি-রাহানের ভুলে এগিয়ে অজিরা

রান আউটের হতাশা নিয়ে সাজঘরে ফিরছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৬:১৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৬:২১
চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথমটিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন বিরাট কোহলিরা। কিন্তু বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে রাহানের ভুল কলে বিরাট কোহলির রান আউট হওয়া স্বস্তি দিয়েছে টিম পেইনের দলকে। গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টে প্রথম দিন শেষে ভারত ৬ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ২৩৩ রান।
টস জিতে ব্যাট করতে নামা ভারত অবশ্য শুরুতে এবং শেষটায় দ্রুত উইকেট হারিয়েছে। মিডল অর্ডার ছাড়া দলকে আস্থা দিতে পারেননি মায়াঙ্গ আগারওয়াল-পৃথ্বী শ' জুটি কিংবা রাহানে-হানুমা বিহারি জুটি। দ্বিতীয় দিন তাই দলকে পুঁজি দিতে ব্যাটে নামবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং ব্যাটিং অর্ডারের শেষ ভরসা স্পিনার রবিশচন্দন অশ্বিন।
আর স্বাগতিক অস্ট্রেলিয়া চেষ্টা করবে তিনশ'র যতো আগে সম্ভব ভারতকে থামোনার। ব্যাটিংয়ে নেমে ভারতীয় ওপেনার পৃথ্বী শ' দুই বলে ডাক মেরে সাজঘরে ফিরে যান। অজি বাঁ-হাতি পেসার মিশেল স্ট্রাকের রিভার্স সুইং বুঝতেই পারেননি তরুণ ওপেনার পৃথ্বী। ক্রিজে দাঁড়ানোর আগে ধারাভাষ্য কক্ষে থাকা রিকি পন্টিং যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আউট হয়েছেন অভিষেকেই সেঞ্চুরি করা ডানহাতি ওপেনার।
এরপর প্যাট কামিন্সের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভালো ফর্মে থাকা মায়াঙ্গ আগারওয়াল। বাঁ-হাতি এই ওপেনার করতে পারেন ১৭ রান। চাপে পড়া দলকে ভরসা দেন তিনে নামা চেতেশ্বর পূজারা এবং চারে নামা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তারা যোগ করেন ৬৮ রান। দলের ১০০ রানের মাথায় ১৬০ বলে স্কোর বোর্ডে ৪৩ রান যোগ করে সাজঘরে ফেরেন ঠান্ডা মাথার ব্যাটনম্যান পূজারা।
এরপর কোহলি-রাহানের জুটি ভরসা দেখাচ্ছিল ভারতকে। কিন্তু রাহানের ভুল রান নেওয়ার কলে সব যেন নিমিষেই শেষ করে দেয় সফরকারীদের। সিরিজের একটি টেস্ট খেলার সিদ্ধান্ত নেওয়া কোহলি ফিরে যান ১৮০ বলে ৭৪ রান করে। পরেই ৪২ রান করে সাজঘরে ফেরেন কোহলির ডেপুটি রাহানে। টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া হানুমা বিহারী করতে পারেন ১৬ রান। শেষ পর্যন্ত সাহা ৯ এবং অশ্বিন ১৫ রান করে দিন শেষ করেন। অজিদের হয়ে স্ট্রাক দুটি এবং জর্জ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন একটি করে উইকেট নিয়েছেন।