রাহানেদের উড়িয়ে দিতে মরিয়া অসিরা

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ | ০৩:৩১
বিরাট কোহলি ও মোহাম্মদ শামিকে ভারতীয় দলের দুই নিউক্লিয়াসই বলা চলে। ২৬ ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় ভোরে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টে এই দুই তারকা নেই ভারতীয় দলে। এই দু'জনের অনুপস্থিতি যে অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা দেবে, সেটা স্বীকার করে নিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও। আর এ সুবিধা কাজে লাগিয়ে ভারতকে চেপে ধরতে শিষ্যদের প্রতি আহ্বান জানিয়েছেন অসি কোচ ল্যাঙ্গার।
অ্যাডিলেডে কোহলি-শামি থাকার পরও আড়াই দিনে হেরেছে ভারত। সেখানে প্রথম দুই দিন প্রাধান্য ধরে রাখলেও তৃতীয় দিনে হ্যাজেলউড-কামিন্সের তোপে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংস। সে হারের ধাক্কায় বেশ কয়েকটি পরিবর্তন আসছে ভারতীয় দলে। পিতৃত্বকালীন ছুটি ও চোটের কারণে অনুপস্থিত দুই তারকার সঙ্গে ওপেনার পৃথ্বি শ এবং উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও বাদ পড়েছেন।
তাদের জায়গায় ঋষভ পান্থ, শুভমন গিল একাদশে ঢুকেছেন। রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ একাদশে ঢুকেছেন। খর্ব শক্তির এই ভারতকেও চেপে ধরতে চান অসি কোচ ল্যাঙ্গার, 'কোহলি গ্রেটদের অন্যতম। আর শামিও ভারতের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য। তাদের দু'জনের না থাকাটা অবশ্যই আমাদের সুবিধা। তবে নিজেদের কাজটা আমাদের ঠিকমতো করতে হবে। রাহানে নতুন অধিনায়ক, তাকে চাপে ফেলতে হবে। সেরা খেলোয়াড় না থাকলে যে কোনো দলই দুর্বল হয়ে পড়ে। এ সুবিধাটা আমাদের নিতে হবে। বক্সিং ডে টেস্টের সকালেই আমাদের ভালো শুরু করতে হবে। ভারত যে ভীষণ লড়াকু একটি দল সেটা অ্যাডিলেডে প্রথম দুই দিন আমরা দেখেছি।'
অ্যাডিলেডে ৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন আসছে না। ওপেনিং জুটি নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় ইনিংসে ম্যাথু ওয়েড ও জো বার্নস ছন্দে ফিরেছেন। জয়ী দলে পরিবর্তন আনাটা ভীষণ সাহসী কাজ হয়ে যাবে বলে মনে করছেন ল্যাঙ্গার। আর মেলবোর্নের উইকেট অ্যাডিলেডের চেয়ে বেশি পেসবান্ধব হবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। তাই কোহলিবিহীন ভারত ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।