ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছেলে চিপস-ফান্টা খাওয়ায় চিন্তিত রোনালদো

ছেলে চিপস-ফান্টা খাওয়ায় চিন্তিত রোনালদো

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৫:১৫

বিখ্যাত ক্রীড়াবিদের সন্তান হওয়ার সুবিধা যেমন আছে তেমনি চাপও আছে। ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে জুনিয়র ক্রিস্টিয়ানো এর বাইরে না। এখনই তার ফুটবল শৈলির দিকে কড়া নজর রাখা হয়। তুলনা করা হয় বাবার সঙ্গে।

রোনালদো নিজে যত্ন নেন তার ছেলের। কিন্তু ছেলের ফুটবলের ভবিষ্যত নিয়ে ভরসা পাচ্ছেন না সিআরসেভেন। কারণ জুনিয়র ক্রিস্টিয়ানো চিপস, কোকা-কোলা এবং ফান্টা খেতে পছন্দ করে। শীর্ষ পর্যায়ের অ্যাথলেটস হওয়ার পথে যাকে বড় বাধা মনে করেন পর্তুগিজ যুবরাজ রোনালদো।

১০ বছরে পা দেওয়া ছেলেকে নিয়ে রোনালদো তাই বলেছেন, 'আমার ছেলে বিখ্যাত ফুটবলার হবে কিনা সেটা পরে দেখা যাবে। তবে এখন সে ওই পথে নেই। মাঝে মধ্যেই সে কোকা-কোলা, ফান্টা, চিপস খেয়ে ফেলে এবং সে জানে আমি এগুলো একদমই পছন্দ করি না।'

শতাব্দীর সেরা ফুটবলারের পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে রোনালদো তার ছেলেকে নিয়ে আরও বলেন, 'ট্রেড মিলে দৌড়ানোর পরে তাকে আমি বলি, ঠান্ডা পানিতে গোসলটা সেরে নাও। সে উত্তরে বলে, বাবা খুব ঠান্ডা। এটাই অবশ্য স্বাভাবিক। ওর বয়স মাত্র ১০ বছর।'

রোনালদো মনে করছেন ফুটবলার হওয়ার মতো প্রতিভা তার ছেলের আছে। তবে প্রতিভাই তো সব নয়। তাছাড়া যে পেশাতেই যাক, জুনিয়র ক্রিস্টিয়ানো যেন তার সেরাটা দেয়, 'তার সেই প্রতিভা আছে, দারুণ গতি তার, ড্রিবলিং করতে পারে খুবই ভালো। কিন্তু সেটাই তো সব নয়। ফুটবলার হতে অনেক ত্যাগ দরকার, কঠোর পরিশ্রম দরকার। আমার কাছে যদি জানতে চান, বলবো অবশ্যই চাই সে ফুটবলার হোক। তবে সে যাই হোক, ফুটবলার কিংবা চিকিৎসক আমি তার থেকে সেরাটা চাই।'

আরও পড়ুন

×