পাকিস্তানের গল্প, লিখল নিউজিল্যান্ড

ছবি: ক্রিকইনফো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৩:২৫
পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম এবং অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান একটা গল্পের সূচনা করেন। হাতে মাত্র তিন উইকেট নিয়ে শেষ দিনের পুরোটা ব্যাটিং করার কীর্তি গড়ায় প্রায় কাছে ছিলেন তারা। কাছে ছিলেন ৩২ বছর আগের এক টেস্ট স্মৃতি ফেরানোর।\
কিন্তু নাটকীয় এক জয়ে সেই গল্পটা ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। মাত্র ৪.৩ ওভার ব্যাট করতে পারলেই যে টেস্টটা ড্র হতো কিউইরা সেটা জিতে নিল ১০১ রানে। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ১২৯ ওভার ব্যাটিং করার কীর্তি গড়েছিল পাকিস্তান। ম্যাচটা ড্র করেছিল ১ উইকেট হাতে রেখে। এবার ফাওয়াদরা সেটা পারলেন না।
মাউন্ট ম্যাঙ্গনুই টেস্টের চতুর্থ দিন ৭৩ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। শেষ দিন জয়ের জন্য ৩০২ রানের লক্ষ্য ছিল সফরকারীদের। ওই রান তুলতে পারার আশা নিশ্চয় পাকিস্তান করেননি। দিনটা শেষ করার স্বপ্নও দেখেছিল কিনা বলা দুস্কর। পঞ্চম দিনের সকালেই আবার ৩৮ রান করা আজহার আলী ফিরে যান।
কিন্তু গল্পটা ঘুরিয়ে দেন পাঁচে নামা ফাওয়াদ আলম এবং ছয়ে নামা ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান। তারা ৬২ ওভার ব্যাট করার কীর্তি গড়েন। জুটি দাঁড়া করান ১৬৫ রানের। রেজওয়ান ৬০ রান করে ফিরে যান সাজঘরে। ফাওয়াদের তখন চ্যালেঞ্জ ছিল লোয়ার অর্ডারের পাঁচ উইকেট হাতে নিয়ে ২৬ ওভার পার করা।
কিন্তু ১০২ রান করা ফাওয়াদ তিন ওভার যেতেই সাজঘরে ফিরে যান। বোলারদের সামনে তখন ২৩ ওভার ব্যাট করার চ্যালেঞ্জ দাঁড়ায়। কিন্তু দৃঢ়তা দেখানোর চেষ্টা করেও শেষ ৪.৩ ওভার ক্রিজে টিকে থাকতে পারেনি তারা। জয় তুলে নেয় নিউজিল্যান্ড। উঠে যায় টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ স্থানেও।
এর আগে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৩১ রান তোলে। প্রথম ইনিংস থেকে পাকিস্তান তোলে মাত্র ২৩৯ রান। ওই ইনিংসেও মিডল অর্ডারে রেজওয়ান এবং ফাহিম আশরাফ দৃঢ়তা দেখান। বাকিরা চূড়ান্ত ব্যর্থ হন। দ্বিতীয় ইনিংসে ১৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। পাকিস্তানের হয়ে ফাওয়াদ-রেজওয়ান ছাড়া আর কেউ চোখে পড়ার মতো কিছু করতে পারেননি।