সিডনিতে মায়াঙ্ক-রোহিত জুটি চান গাভাস্কার

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৬:২৫
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে পৃথ্বী শ'র ওপেনিং জুটিটা দাঁড়ায়নি। দ্বিতীয় টেস্টেই বাদ পড়ে যান পৃথ্বী। তার জায়গায় শুভমন গিল এসে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন। তবে সিডনি টেস্টে মায়াঙ্ক-গিলের ওই জুটিতেও বদল চান সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বিশ্লেষক সুনীল গাভাস্কার। তিনি মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিংয়ে রোহিত শর্মাকে খেলানোর পরামর্শ দিয়েছেন।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে টেস্টে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত খেলেন রোহিত শর্মা। সিডনি টেস্টে তাকে আবার ওপেনিংয়ে ফেরানোর প্রস্তাব দিলেও গাভাস্কার অবশ্য তরুণ শুভমন গিলকে বাদ দেওয়ার পরামর্শ দেননি। বরং সাবেক ভারতীয় ওপেনার গাভাস্কার দলে হানুমা বিহারির জায়গায় দেখছেন না। তিনি চান শুভমন গিল তিনে ব্যাটিং করুক এবং চেতেশ্বর পূজারাকে নামিয়ে দেওয়া হোক বিরাট কোহলির জায়গায়; চারে।
সনি স্পোর্টস নেটওয়ার্ককে গাভাস্কার বলেছেন, 'ওপেনিংয়ে আমি মায়াঙ্কের সঙ্গে রোহিত শর্মাকে দেখতে চাই। গিল মিডল অর্ডারে ব্যাট করবে এবং টেস্ট দলের বাইরে চলে যাবে হানুমা বিহারি।' অবশ্য অ্যাডিলেড কিংবা মেলবোর্ন টেস্টে শুধু হানুমা বিহারি নন প্রত্যাশা মোটাতে পারেননি মায়াঙ্কও। তবে মায়াঙ্ককে দলে রাখার পক্ষে গাভাস্কার। কারণ অজিদের বিপক্ষে এই সিরিজে এখনও তিনি জ্বলে না উঠলেও সর্বশেষ খেলা টেস্টগুলোতে ভালো করেছেন তিনি।
এছাড়া বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে দারুণ সেঞ্চুরি করা আজিঙ্কা রাহানের প্রশংসা করেছেন সাবেক ওপেনার গাভাস্কার, 'আমার মতে, ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা সেঞ্চুরিগুলোর একটি রাহানের এই সেঞ্চুরি।' ভারত আগামী ৭ জানুয়ারি সিডনিতে চার টেস্টের সিরিজের তৃতীয়টিতে মুখোমুখি হবে।