২৯৭ রানকে 'যথেষ্ট' বলছেন আজহার

ছবি: আইসিসি (টুইট)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১ | ০৭:০৯
প্রথম টেস্টে দারুণ লড়াই করেও হেরেছে পাকিস্তান। মাত্র ৪.৩ ওভার ব্যাটিং করতে পারলেই মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টটা ড্র করতে পারতো সফরকারী পাকিস্তান। কিন্তু আশা দেখিয়েও পারেনি মোহাম্মদ রেজওয়ানের দল। দ্বিতীয় টেস্টে অবশ্য কিউইদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা করছে তারা।
প্রথমদিন শেষে ক্রাইস্টচার্চের ঘাসে ভরা উইকেটে ২৯৭ রান তুলে থেমেছে মিসবাহ উল হকের শিষ্যরা। টপ অর্ডার ব্যাটসম্যান আজহার আলী যেটাকে বলছেন 'যথেষ্ট' রান।
কিউই পেসারদের তোপে পড়ে পাকিস্তান ৮৩ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে দলকে তিনশ' ছোঁয়া লক্ষ্য এনে দিয়েছেন তিনে নামা সাবেক পাকিস্তান টেস্ট অধিনায়ক আজহার আলী ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান। আজহার খেলেন ৯৩ রানের দারুণ এক ইনিংস। রেজওয়ানের ব্যাট থেকে আসে ৬১ রান।
লোয়ার মিডল অর্ডারে ফাহিম আশরাফ ৪৮ এবং জাফর গোহার ৩৪ রান করলে তিনশ' ছোঁয়া রান তুলে প্রথম ইনিংসে অলআউট হয় পাকিস্তান। কিউইদের পক্ষে পেসার জেমিনসন নেন ৫ উইকেট।
ম্যাচ শেষে আজহার আলী বলেন, 'জানতাম, শুরুর কয়েক ওভার খুবই কঠিন হবে। কারণ উইকেট ছিল সবুজ। উইকেটের দিকে তাকালেই বোঝা যাবে, রানটা খারাপ হয়নি। বিশেষত প্রথম ইনিংস এবং কঠিন উইকেট বিবেচনায়।'
আজহার আলী জানিয়েছেন, কিউইদের লম্বা বোলারদের বিপক্ষে ব্যাট করা তাদের জন্য বেশ কঠিন ছিল। এছাড়া তারা সারাটা দিন দারুণ লাইন লেন্থে বল করে গেছে। তারপরও ৮৮ রানের ভালো একটা জুটি গড়েছেন আজহার এবং রেজওয়ান। যেটা তাদের ব্যাটিংয়ের ইতিবাচক দিক।
কিউই পেসার জেমিনসন পাকিস্তানের ওই জুটি দেখে হতাশ হয়েছেন। তারা বেশি ফুল লেন্থে বল করে ফেলেছেন, ব্যাটসম্যানদের বল মারার সুযোগ করে দিয়েছেন বলে মনে করছেন জেমিনসন। তিনিও মনে করছেন, পাকিস্তান রানটা একটু বেশিই করে ফেলেছে। তবে তাদের ব্যাটসম্যানদের জন্য এই রান টপকে লিড নেওয়া সম্ভব বলে মনে করছেন জেমিনসন।