রিং পরানো লাগছে না, দ্রুতই ছাড়পত্র পাচ্ছেন সৌরভ

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ০৫:৪১
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির হার্টে বসানো হয়েছে একটি রিং। অন্য দুই ব্লকেও রিং বসানোর ব্যাপারে আলোচনা চলছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত রিং বসানো লাগছে না সৌরভের হার্টে। এছাড়া বাইপাস সার্জারিরও দরকার পড়ছে না তার।
চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ যথেষ্ট সুস্থ আছেন। তাকে তাই বুধবার নাগাদ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। তবে বাড়িতে থাকলেও সবসময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন পশ্চিমবঙ্গের মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি। খবর-আনন্দবাজার পত্রিকা
সোমবার উডল্যান্ডস হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে ভিডিও আলোচনায় ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি ও দেশ-বিদেশের ক'জন বিশিষ্ট চিকিৎসক। তারাই বাইপাস সার্জারি ও রিং বসানোর আপাতত দরকার নেই বলে মত দিয়েছেন। হার্টের ধমনীর বড় ব্লকে রিং বসিয়ে বিপদ এড়ানো গেছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে অসুস্থ সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভকে দেখতে শনিবার হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি। নিয়মিত তার শরীরের খোঁজ খবর নিয়েছেন বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার অমিত শাহর ছেলে ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ এবং সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দেখতে আসতে পারেন সৌরভকে।