কেনের সেঞ্চুরিতে কোণঠাসা পাকিস্তান

হ্যাটট্রিক সেঞ্চুরি করা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ছবি: আইসিসির টুইটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ০৭:২৮
ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টের প্রথমদিন ২৯৭ রান করে অলআউট হয় পাকিস্তানে। সবুজ উইকেটে শুরুতে উইকেট হারিয়ে তোলা রানটাকে 'যথেষ্ট' বলেছিলেন অভিজ্ঞ পাকিস্তান ব্যাটসম্যান আজহার আলী। ৯৩ রানের ইনিংস খেলে তিনিই দলকে আশা দেখান। কিন্তু সেই 'যথেষ্ট' রান মামুলি বানিয়ে ফেলেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলাস। কেনের হার না মানা ১১২ এবং নিকোলাসের অপরাজিত ৮৯ রানে ভর করে দ্বিতীয় দিন শেষে ২৮৬ রান তুলেছে নিউজিল্যান্ড।
হেনরি নিকোলসের সঙ্গে কিউই অধিনায়ক ২১৫ রানের জুটি গড়েছেন। পাকিস্তানের চেয়ে মাত্র ১১ রানে পিছিয়ে আছে ব্লাক ক্যাপসরা। এই সেঞ্চুরি দিয়ে টেস্টে টানা তিন টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন কেন উইলিয়ামসন। এছাড়া টেস্টে সবচেয়ে কম ইনিংসে সাত হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার আর ১১ রান প্রয়োজন।
দুর্দান্ত ছন্দে থাকা উইলিয়ামসন টেস্ট র্যাংকিংয়ের সেরা ব্যাটসম্যান হওয়ার পথে গ্রীষ্মে উইন্ডিজের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ছুটি থেকে ফিরে পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই করেন সেঞ্চুরি। এবার ক্রাইস্টচার্চেও সেঞ্চুরি আসল তার ব্যাট থেকে। এখন দেখার বিষয় তার ইনিংসটা কোথায় গিয়ে থামে।
তবে হ্যাটট্রিক সেঞ্চুরির পথে দু'বার তার প্রাণ দিয়েছে পাকিস্তান ফিল্ডাররা। একবার রান আউট করার সুযোগ হাতছাড়া করেছে। তার সঙ্গে ৮৯ রান করা নিকোলসও দু'বার জীবন পেয়েছেন। ৮৬ রানের সময় শাহিন আফ্রিদির বলে উইকেটকিপার রিজওয়ান ক্যাচ ফেলেন। এছাড়া উইকেটে নেমেই ক্যাচ দিয়েছিলেন নিকোলস। শূন্য রানে ধরা ক্যাচের বলটি ছিল নো। শুরুর ৭৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তান পেসাররা অবশ্য দারুণ আভাস দিয়েছিল।