ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

পাকিস্তানকে উড়িয়ে প্রথমবার টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড

পাকিস্তানকে উড়িয়ে প্রথমবার টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড

টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবার শীর্ষস্থান নিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারানোর পর তাই ফ্রেমবন্দী কিউই ক্রিকেটাররা। ছবি: আইসিসির টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০১:৫১

ক্রাইস্টচার্চ টেস্টে সফরকারী পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি, হেনরি নিকোলাস এবং ডারেল মিশেলের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ দাঁড় করার ব্লাক ক্যাপসরা। বল হাতে আবার রুদ্রমূর্তি ধারণ করেন জেমিনসন। পাকিস্তান তাই সহজেই হেরেছে।

দুর্দান্ত এই জয়ে টেস্ট র‌্যাংকিংয়ের প্রথমবার পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে উঠেছে কিউইরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরই অবশ্য শীর্ষস্থান নিয়েছিল স্বাগতিকরা। তবে আইসিসি যেহেতু সিরিজ শেষেই তাদের পয়েন্ট টেবিলের হালনাগাদ করে তাই জয়ের পরই উদযাপনের সুযোগ পেয়ে যায় কেন উইলিয়ামসনের দল। সপ্তাম দল হিসেবে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান নিল তারা।  

ক্রাইস্টচার্চ টেস্টে পাকিস্তান অবশ্য প্রথম ইনিংসেই তিনশ' ছোঁয়া রান করে। আজহার আলীর ৯৩ এবং মোহাম্মদ রেজওয়ানের ৬১ রানে ২৯৭ রান তোলে তারা। জবাবে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংস থেকে ৬ উইকেটে ৬৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। কেন উইলিয়ামসন ২৩৮ টাকা এবং হেনরি নিকোলাস ১৫৭ এবং মিশেল করেন ১০২ রান।

ইনিংস ঘোষণার আগে কিউইরা লিড পায় ৩৬২ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে নেমে পাকিস্তান মাত্র ১৮৬ রানেই ধসে যায়। আজহার আলী, আবিদ আলী, জাফর গোহাররা সেট হয়েও ফিফটির দেখা পায়নি দ্বিতীয় ইনিংসে। দুই ইনিংস থেকে ব্লাক ক্যাপস পেসার জেমিনসন তুলে নেন ১১ উইকেট। প্রথম ইনিংস থেকে ৫টি এবং দ্বিতীয় ইনিংস থেকে ৬টি উইকেট পান তিনি।

আরও পড়ুন

×