আরও একদিন হাসপাতালে থাকতে চাইলেন সৌরভ

ছবি ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৬:১৮ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ | ০৭:০৩
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বুধবার ছাড়পত্র পাওয়ার কথা ছিল। তাকে ছাড়পত্র দিতে আপত্তিও ছিল না চিকিৎসকদের। তবে বিসিসিআই প্রেসিডেন্ট নিজেই আরও একদিন হাসপাতালে থাকতে চেয়েছেন।
বৃহস্পতিবার তাই হাসপাতালে থেকে বাড়ি ফিরবেন পশ্চিমবঙ্গের মহারাজ খ্যাত সাবেক এই ক্রিকেটার। বুধবার অবশ্য তার বাড়ি ফেরার সমস্ত ব্যবস্থাই করা হয়েছিল। হাসপাতাল থেকে বেহালায় তার বাড়ি পর্যন্ত পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তবে একেবারে শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত বদল করেন সৌরভ।
উডল্যান্ডস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা রূপালি বসুর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আরও জানান, বুধবার সকালে হাসপাতালে সকালের খাবার সারেন সৌরভ। এরপর বেলা ১১টার দিকে আরও একদিন হাসপাতালে থেকে যাওয়ার ইচ্ছার কথা জানান।
সৌরভ গাঙ্গুলির হার্টে ধরা পড়া তিনটি ব্লকের একটিতে রিং বসানো হয়েছে। আকস্মিক হৃদরোগের পরে দ্রুতই সুস্থ হয়ে ফিরছেন তিনি। তার সুস্থ হওয়ার খবরে বুধবার সকাল থেকে তাই হাসপাতাল ও বাড়ির বাইরে ছিল ভক্তদের ভিড়। কমবয়সি ওই ভক্তদের হাতে দেখা গেছে 'কামব্যাক দাদা' লেখা প্লাকার্ড। তবে সৌরভ বাড়ি না ফেরায় তাদের কেউ কেউ হতাশ হয়েছেন।
সৌরভ বাড়ি ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চেয়েছিলেন বলেও খবর। তবে তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার দ্রুত সুস্থ হওয়ার পেছনে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন দেবী শেঠিসহ ১৫ জন চিকিৎসক। এর মধ্যে দেবী শেঠি জানিয়েছেন, সৌরভের হার্টের অবস্থা খুবই ভালো। চাইলে তিনি ক্রিকেটও খেলতে পারবেন। তবে সপ্তাহ দুই পরে আবার হাসপাতালে যেতে হবে তার। হার্টে বসানো হবে আরও দু'টি রিং।