ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গ্যাবায় লাবুশানের সেঞ্চুরি, নটরাজনের প্রতিরোধ

গ্যাবায় লাবুশানের সেঞ্চুরি, নটরাজনের প্রতিরোধ

ম্যাথু ওয়েডকে আউট করার পর পেসার নটরাজনকে ঘিরে ভারতীয় দলের উল্লাস। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১ | ০২:৫২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ | ০৩:৪৪

ব্রিসবেনে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথমদিন অস্ট্রেলিয়ার। ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণের বিপক্ষে দিন শেষে ৫ উইকেটে ২৭৪ রান তুলেছে স্বাগতিকরা। গ্যাবায় দিনের শুরুতে ৩ উইকেট হারানোর পরের সময়টা কর্তৃত্ব করেছেন তিনে নামা মার্নাস লাবুশানে। তবে শেষ দিকে দুই উইকেট তুলে নিয়ে ভারতকে আশা দেখিয়েছেন অভিষিক্ত বাঁ-হাতি পেসার থাঙ্গারাসু নটরাজন।

ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামা নাথান লায়নকে গার্ড অব অনার দিয়ে ব্যাট করতে নামে টস জয়ী অস্ট্রেলিয়া। তবে শুরুতে মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের বলে সাজঘরে ফেরেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১ রান) ও মার্কোস হ্যারিস (৫ রান)। এরপর লাবুশানের সঙ্গে জুটি গড়ে ৭০ রান যোগ করেন স্টিভ স্মিথ। ওয়াশিংটন সুন্দরের বলে ফিরে যাওয়ার আগে টেস্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান করেন ৩৬ রান।

তবে একপাশে ততক্ষণে উইকেটে জমে গেছেন মার্নাস লাবুশানে। তাকে সঙ্গ দেন ম্যাথু ওয়েড। দু'জনে ১১৩ রানের জুটি গড়েন। ফিরে যাওয়ার আগে ওয়েডের ব্যাট থেকে আসে ৪৫ রান। কিছুক্ষণ পরই মার্নাস লাবুশানেকে তুলে নেন জহির খানের পরে বাঁ-হাতি পেসার হিসেবে ভারতের হয়ে টেস্ট খেলতে নামা নটরাজন। ডানহাতি এই ব্যাটসম্যান ২০৪ বল খেলে ১০৮ রান করেন।

তরুণ পেসারের ধাক্কার ওই সুযোগ অবশ্য পুরোপুরি নিতে পারেনি সফরকারী ভারত। ক্যামেরুন গ্রিন এবং অধিনায়ক টিম পেইন তাই ৬১ রানের জুটি গড়ে প্রথমদিন শেষ করেছেন। গ্রিন করেছেন ২৮ রান। টিম পেইন ৩৮ রান করে অপরাজিত আছেন। ইনজুরি জর্জরিত ভারতীয় দল গ্যাবায় প্রথমদিনও পড়েছে বড় বিপদে। পেসার নভদীপ সাইনি মাত্র ৭.৫ ওভার বল করতেই গ্রোন ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে গেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। দ্বিতীয়দিন তার মাঠে নামার বিষয়টি নিশ্চিত নয়।

এর আগে ইনজুরির কারণে ছিটকে গেলেন মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, রবিশচন্দন অশ্বিন, কেএল রাহুল, রবিন্দ্র জাদেজা এবং হানুমা বিহারি। ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তাই সিরাজ, সাইনি, শার্দুল ঠাকুর এবং নটরাজন। যারা এর আগে খেলেছেন মাত্র ৪টি টেস্ট। স্পিনার ওয়াশিংটন সুন্দরও খেলছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট। সাইনি যদি আবার ছিটকে যান অভিজ্ঞ অজিদের ব্রিসবেনে তাই কাবু করা কঠিনই হয়ে যাবে ভারতের। বিশেষত যেখানে ১৯৮৮ সালের পরে টেস্ট হারে না অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

×