ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অজিদের আগ্রাসন নিয়ে প্রশ্ন পন্টিংয়ের

অজিদের আগ্রাসন নিয়ে প্রশ্ন পন্টিংয়ের

ছবি: আইসিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ০৬:০১

গ্যাবায় প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ৩৬৯ রানের জবাবে দ্রুতই অলআউটের শঙ্কায় পড়ে যায় ভারত। একশ'র কাছাকাছি লিডের আশা দেখছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় দিন সপ্তম উইকেটে ভারতের দুই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর ১২৩ রানের রেকর্ড জুটি গড়েন।

ওই জুটিই বাঁচিয়ে রেখেছে ব্রিসবেন টেস্টের লড়াই। ওই জুটিতে অজিদের লিডটা কমে দাঁড়ায় ৩৩ রানে। শুরুতে ভারতকে চাপে ফেলে দেওয়া অজি বোলাররা পরে আর সুবিধা করতে পারেনি। এতে অজি বোলারদের দায় দেখছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং আইপিএল কোচ রিকি পন্টিং। তিনি অভিযোগ করেছেন, অজি পেসাররা স্বস্তির জায়গায় পৌছে দিয়েছে শার্দুল-সুন্দরকে।

পন্টিং বলেছেন, 'অস্ট্রেলিয়া বোলিংয়ে যেভাবে আক্রমণ করেছে তাতে আমি কিছুটা হতাশ। সত্যি বলতে আমার মনে হয় না, তাদের বোলিংয়ে খুব একটা আগ্রাসন ছিল। বোলাররাই ভারতকে স্বস্তির জায়গা করে দিয়েছে। প্রয়োজনীয় শট বল করেনি। বাউন্স দিতে পারেনি।'

সাবেক অজি অধিনায়কের মতে, ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে চেয়েছে, যেমনটা ভেবেছে সেভাবেই বল করেছে অস্ট্রেলিয়া। তাদের বোলিংয়ে আক্রমণ বলে কিছু ছিল না। ম্যাচ শেষে অবশ্য অজি পেসার জজ হ্যাজলউডও হতাশা ব্যক্ত করেছেন। তবে তিনি মনে করছেন, সফরকারী ভারত ভালো ব্যাটিং করেছে।

আরও পড়ুন

×