ব্রিসবেনে পঞ্চম দিনের রোমাঞ্চের অপেক্ষা

তরুণ ভারতীয় ওপেনার শুভমন গিলের সঙ্গে অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশনের হাসি মাখা আলাপ। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ০২:২৬
মেলবোর্ন-সিডনিতে চমক উপহার দেওয়া ভারতের সামনে সিরিজের শেষ টেস্টে নতুন রোমাঞ্চ উপহার দেওয়ার সুযোগ। ভারতের সামনে এখন সুযোগ গ্যাবায় দৃঢ়তা দেখিয়ে ড্র কিংবা রোমাঞ্চকর জয় তুলে নেওয়া। অবশ্য টেস্টের পঞ্চম দিন চতুর্থ ইনিংসে ৩২৮ রান তোলা সহজ কাজ নয়।
তবে অ্যাডিলেডে বিধ্বস্ত হওয়া ভারত পরের দুই টেস্টে যা দেখিয়েছে তাদের নামের পাশে হার লিখে দেওয়ার সুযোগ নেই। ব্রিসবেনেও চতুর্থ দিন পর্যন্ত দুর্দান্ত লড়াই করেছে আজিঙ্কা রাহানের দল। পঞ্চম দিন ভারতের জয়ের জন্য তুলতে হবে ৩২৪ রান। চতুর্থ দিনের শেষ বেলায় ১.৫ ওভার ব্যাটিং করে ভারত কোন উইকেট না হারিয়ে তুলেছে ৪ রান। ক্রিজে আছেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল।
এর আগে অজিরা প্রথম ইনিংসে তুলেছিল ৩৬৯ রান। দলের হয়ে মার্নাস লাবুশানে সেঞ্চুরি করেন। টিম পেইন করেন ফিফটি। এছাড়া ম্যাথু ওয়েড ৪৫, ক্যামেরুন গ্রিন ৪৭ এবং স্টিভ স্মিথ ৩৬ রানের ইনিংস খেলেন। জবাবে ভারত প্রথম ইনিংসে ৩৩৬ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শার্দুল ঠাকুর। ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে ৬২ রান।

এছাড়া রোহিত শর্মা ৪৪ রান এবং রাহানে ও মায়াঙ্ক আগারওয়াল যথাক্রমে ৩৭ ও ৩৮ রান যোগ করেন। প্রথম ইনিংস থেকে অজিরা লিড নেয় ৩৩ রানের। দ্বিতীয় ইনিংস থেকে তারা আবার তুলেছে ২৯৪ রান। ফিফটি পেয়েছেন কেবল স্টিভ স্মিথ (৫৫)। তবে ওয়ার্নার ৪৮, ক্যামেরুন গ্রিন ৩৭, মার্কোস হ্যারিস ৩৮ এবং প্যাট কামিন্স ২৮ রান যোগ করেন।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেকে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে এই কীর্তি গড়লেন তিনি। এছাড়া প্রথম ইনিংস থেকে এক উইকেট পান তিনি। অজিদের প্রথম ইনিংস থেকে অবশ্য নটরাজন, সুন্দর এবং শার্দুল ঠাকুর তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে শার্দুল আবার নিয়েছেন চার উইকেট। ভারতের প্রথম ইনিংস থেকে পাঁচ উইকেট নেন জজ হ্যাজলউড।