ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'আসল' সময় ইনজুরিতে স্ট্রাক

'আসল' সময় ইনজুরিতে স্ট্রাক

ছবি: ক্রিকইনফো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ০৫:১৮

অপরিবর্তিত দল নিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজের কোন টেস্টই খেলতে পারেনি ভারত। ইনজুরিতে একের পর এক ছিটকে গেছেন শামি, অশ্বিন, রাহুলরা। সেই তুলনায় অস্ট্রেলিয়া দল ছিল গোছালো। উইল পুকোভস্কি এবং ডেভিড ওয়ার্নার ছাড়া ইনজুরিতে পড়েননি কেউ। এবার গুরুত্বপূর্ণ সময়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন অজি পেসার মিশেল স্ট্রাক।

তাও সিরিজের শেষ টেস্টের শেষ দিনের আগে। ভারতের চতুর্থ ইনিংসের আগে। ব্রিসবেন টেস্টের শেষ বেলায় ব্যাটে নামে ভারত। পাঁচ বল করতেই ইনজুরিতে পড়েন স্ট্রাক। শেষদিন ১০ উইকেট হাতে নিয়ে জয় লক্ষ্য ধরে ব্যাট করতে নামবে ভারত। সিরিজ নির্ধারণী এই ইনিংসের আগে স্ট্রাকের ইনজুরি অজি শিবিরের জন্য দুশ্চিন্তার কারণ।

তবে স্টিভ স্মিথ আশা করছেন পঞ্চম দিন সুস্থ হয়ে উঠবেন বাঁ-হাতি এই পেসার। আর ইনজুরিটা যদি ছোট হয় তাহলে একটু ঝুঁকি নিয়ে হলেও খেলে যাবেন স্ট্রাক, 'এর আগেও একই ইনজুরিতে পড়েছিলেন স্ট্রাক। বাঁ-পায়ে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। এবারও একই অবস্থা। তার তাই চিকিৎসকের সহায়তা দরকার ছিল।'

শেষদিন স্ট্রাকের খেলা নিয়ে স্মিথ বলেন, 'আমি মিশেলকে নিয়ে একটা কথা বলতে পারি, এর আগেও ইনজুরি নিয়ে খেলেছেন তিনি। তার কাজটা ঠিক মতোই করেছিলেন। আগামীকালও তাই মাঠে নামতে পারেন স্ট্রাক। আমরা তাকে নিয়ে আশাবাদী।'

ব্রিসবেন টেস্টে ভারতকে জয়ের জন্য এখনও তিনশ'র ওপরে রান করতে হবে। কাজটা টেস্টের পঞ্চমদিন এবং চতুর্থ উইকেটে সহজ নয়। স্মিথ তাই নিজেদের এগিয়ে রাখছেন। উইকেটও বোলিং সহায়ক হয়েছে। স্মিথের মতে, বেশ কিছু বল অপ্রত্যাশিত বাউন্স করেছে। গ্যাবা টেস্ট তাই নিজেদের পক্ষেই দেখছেন স্মিথ। তবে জোর দিয়ে বলার কিছু নেই। দু'বার বাগড়া দেওয়া বৃষ্টির কথাও জানিয়ে রেখেছেন বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ব্যাটসম্যান।

আরও পড়ুন

×