গ্যাবায় টেস্ট জয়ে ভারতের যত রেকর্ড

ব্রিসবেনে দুর্দান্ত ইনিংস খেলে দলকে সিরিজ জেতানো ঋষভ পান্তকে সতীর্থদের অভিনন্দন। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০৩:২৫
অ্যাডিলেডে নেতৃত্ব দিয়ে লজ্জার হার দেখেছিলেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ওই হারের পর পিতৃত্বকালীন ছুটিতে যান কোহলি। এরপর তিন টেস্টে নেতৃত্ব দিয়ে তিনটিতেই অপরাজিত ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। এর মধ্যে দুই টেস্টে জয় পেয়েছে তার দল। ব্রিসবেনে জয়ের পথে দারুণ কিছু রেকর্ড গড়েছে ভারতীয় দল।
গ্যাবায় অস্ট্রেলিয়া ৩১ বছর অপরাজিত ছিল। সেই রেকর্ড ভেঙেছে ভারত। নির্দিষ্ট কোন ভেন্যুতে দীর্ঘদিন অপরাজিত থাকার রেকর্ড ভাঙার তালিকায় তুলেছে নাম-
ভেন্যুতে অপরাজিত থাকার রেকর্ড ভাঙার তালিকা
পাকিস্তান করাচি জাতীয় স্টেডিয়ামে অপরাজিত ছিল ৩৪ বছর, (১৯৫৫-২০০০)।
গ্যাবায় অস্ট্রেলিয়া অপরাজিত ছিল ৩১ বছর, (১৯৮৯-২০১৯)।
কেনিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজ ২৭ বছর ছিল অপরাজিত, (১৯৪৮-১৯৯৫)।
ওল্ড ট্রাফোর্ডে ২৫ বছর অপরাজিত ছিল ইংল্যান্ড, (১৯২০-১৯৫৪)
সাবিনা পার্কে ১৯ বছর অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজ, (১৯৫৮-৮৯)
টেস্টে ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের তালিকায় ব্রিসবেন টেস্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৬ রান তাড়া করে জয়। ভেন্যু-পোর্ট অব স্পেন (১৯৭৫-৭৬)।
ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ তাড়া করে জয়। ভেন্যু-চেন্নাই (২০০৮-২০০৯)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২৮ তাড়া করে জয়। ভেন্যু-ব্রিসবেন (২০২০-২১)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭৬ তাড়া করে জয়। ভেন্যু-দিল্লি (২০১১-১২)।
শ্রীলংকার বিপক্ষে ২৬৪ তাড়া করে জয়। ভেন্যু-ক্যান্ডি (২০০১)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে বেশি রান তাড়া
৪১৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা জয়ী; পার্থ-২০০৮-০৯।
৩৩২ রান করে ইংল্যান্ড জয়ী; মেলর্বোর্ন-১৯২৮-২৯।
৩২৯ রান করে ভারত জয়ী; ব্রিসবেন-২০২০-২১।
সিরিজের প্রথম ম্যাচ হেরেও ভারতের টেস্ট জয়।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতে ২-১ ব্যবধানে; ১৯৭২-৭৩।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মাটিতে ২-১ ব্যবধানে; ২০০০-২০০১।
শ্রীলংকার বিপক্ষে শ্রীলংকার মাটিতে ২-১ ব্যবধানে; ২০১৫।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মাটিতে ২-১ ব্যবধানে; ২০১৬-১৭।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ব্যবধানে; ২০২০-২১।
টেস্টের পঞ্চমদিন সর্বোচ্চ রান
৪০৪, ইংল্যান্ডের বিপক্ষে তোলে অস্ট্রেলিয়া; লির্ডস-১৯৪৮।
৩৪৪, ইংল্যান্ডের বিপক্ষে তোলে ওয়েস্ট ইন্ডিজ; লর্ডস-১৯৮৪।
৩২৫, অস্ট্রেলিয়ার বিপক্ষে তোলে ভারত; ব্রিসবেন-২০২০-২১।
৩১৭, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া; পার্থ-১৯৭৭-৭৮।
৩১৭, ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ; লির্ডস-২০১৭।