ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইংল্যান্ড সিরিজের দল দিল ভারত

ইংল্যান্ড সিরিজের দল দিল ভারত

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০৭:২৭

করোনাকালে অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে ভারত। বোর্ডার-গাভাস্কার সিরিজে তুলে দিয়েছে দুর্দান্ত এক জয়। দীর্ঘ ওই সফরের ক্লান্তি কাটতে না কাটতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ওই সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

দলে ফিরেছেন পিতৃত্বকালীন ছুটিতে থাকা অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে যেতে না পারা পেসার ইশান্ত শর্মা আছেন দলে। ফেরানো হয়েছে পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তবে ওপেনার পৃথ্বী শ' বাদ পড়েছেন। এছাড়া গ্যাবা টেস্টের একাদশে থাকা থাঙ্গারাসু নটরাজন, নভদীপ সাইনি নেই দলে।

ইনজুরির কারণে দলে ফেরা হয়নি মোহাম্মদ শামি, উমেশ যাদব এবং রবিন্দ্র জাদেজার। তবে কেএল রাহুল আছেন ঘরের মাঠে এই সিরিজে। আগামী ৫ ফেব্রুয়ারি চার টেস্টের সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। ৮ মার্চ টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।

ভারতের প্রথম দুই টেস্টের দলরোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, কেএল রাহুল, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, রবিশচন্দন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল।

আরও পড়ুন

×