কেমন হবে বাংলাদেশের একাদশ?

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ২৩:০৪
দীর্ঘ দশ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। যেখান থেকে টাইগাররা শেষ করেছিল সেখানে ফেরাই দলের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
শীতের কুয়াশার কারণে ম্যাচটা এগিয়ে বেলা সাড়ে এগারোটায় আনা হয়েছে। তারপরও বিকেল থেকে পড়তে শুরু করবে শিশির। টস জয়ী দল তাই শুরুতে ফিল্ডিং করতেই পছন্দ করবে।
বাংলাদেশের ক্রিকেটারদের করোনার কারণে দীর্ঘ আন্তর্জাতিক বিরতি গেলেও মিরপুরের উইকেট বসে ছিল না। দুটি ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে শেরেবাংলার উইকেটে। তবে প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক ক্রিকেটসহ অন্যান্য কারণে যত ব্যস্ত থাকে ততটা ছিল না।
তবে সর্বশেষ দুই পঞ্চাশ ওভারের ঘরোয়া ম্যাচে আড়াইশ'র ওপরে রান হয়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট এই স্টেডিয়ামে। দশ মাসের বিরতি দিয়ে নামা বাংলাদেশ এই সিরিজকে নতুন শুরু বলছে। নতুন শুরুর ম্যাচে একাদশে থাকতে পারেন দলে ডাক পাওয়া নতুন ক্রিকেটার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ কিংবা মাহেদি হাসানের কেউ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, সাইফউদ্দিন, মাহেদি হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: জসুয়া ডি সিলভা, সুনিল আমব্রোস, জেসন মোহাম্মদ, আন্দ্রে ম্যাককার্টি. রেমন রেইফার, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, এনকুরুমাহ বনার, কেমার হোল্ডার, আকেল হোসাইন, আলজারি জোসেপ।