ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বড় জয়ে পিএসজিকে বার্তা দিলেন মেসিরা

বড় জয়ে পিএসজিকে বার্তা দিলেন মেসিরা

ছবি: আউটলুক ইন্ডিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ২২:৫৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৩:১১

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্রতে চোখ ছিল বার্সেলোনা-পিএসজির দিকে। তখন পরিষ্কার ফেবারিট তকমা পেয়েছিল প্যারিসের দলটি। একদিকে শেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে তারা। অন্যদিকে নেইমার-এমবাপ্পে জুটির রসায়ন। বিপরীতে ছিল ধুঁকতে থাকা বার্সেলোনা এবং অসুখী মেসি।

কিন্তু সময় গড়াতেই পরিস্থিতি উল্টে গেছে। পিএসজির কোচ ছাঁটাই হয়েছে, নেইমার ইনজুরি নিয়ে ছিটকে গেছেন। ওদিকে বার্সা ফিরেছে ছন্দে। মেসি পুরনো তিক্ততা পেছনে ফেলে তরুণ একটা দল নিয়ে লড়ছেন শিরোপার জন্য।

শনিবার রাতে সেই দল ঘরের মাঠে লিগ ম্যাচে আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। বার্তা দিয়েছে পিএসজিকে। জানিয়ে রেখেছে ক্যাম্প ন্যুতে ১৬ ফেব্রুয়ারি রাতে গেলবারের ফাইনালিস্টদের ‘দেখে নেবে তারা’।

দলের দুর্দান্ত এই জয়ে জোড়া গোল করেছেন বার্সার ইতিহাস সেরা ফুটবলার লিওনেল মেসি। তিনি ম্যাচের ৪৫ ও ৭৫ মিনিটে গোল করেন।  তার সঙ্গে জুটি গড়ে তরুণ ফরোয়ার্ড ত্রিনকাও করেছেন জোড়া গোল। তার গোল দুটি আসে ম্যাচের ২৯ ও ৭৪ মিনিটে। কাতালানদের হয়ে অন্য গোলটি করেন জুনিয়র ফিরপো।

দলের এই দুর্দান্ত জয়ের ম্যাচে বার্সা লিজেন্ড জাভি হার্নান্দেজকে ছুঁয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। বার্সার জার্সিতে তিনি ৫০৫ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। ২০০৪ সালের ১৬ অক্টোবর কাতালানদের জার্সি গায়ে চাপানো মেসি ছুঁয়েছেন জাভির সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। এখন তার বার্সার জার্সিতে সর্বোচ্চ ৬৫১ গোল করার রেকর্ডের পরে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড পুরোপুরি নিজের করে নেওয়ার অপেক্ষা।

আরও পড়ুন

×