ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পোর্তর কাছে হার 'পর্তুগিজ যুবরাজের'

পোর্তর কাছে হার 'পর্তুগিজ যুবরাজের'

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ২৩:২৪

লিঁওর কাছে হেরে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ হতাশায় শেষ হয় জুভেন্টাসের। চাকরি যায় মাউরিসিও সারির। এবার শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগিজ ক্লাব পোর্তর কাছে হেরেছেন পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোরা। জুভেন্টাসের ২-১ গোলের হারে প্রাপ্তি একটি অ্যাওয়ে গোল।

ম্যাচ ২ মিনিট গড়াতে না গড়াতেই পোর্তর মাঠে গিয়ে গোল হজম করে বসে ওল্ড লেডিরা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আবার গোল করে ২-০ গোলের লিড নেয় স্বাগতিক দল। হতাশায় ডুবে যাওয়া জুভদের ম্যাচের ৮২ মিনিটে স্বস্তি দেন ফেডেরিক চিয়েসা। কমান হারের ব্যবধান।

পোর্ত তাদের গোল দুটিই পেয়েছে জুভেন্টাস ডিফেন্ডারের ভুলে। বিশেষ করে ম্যাচের শুরুতেই খাওয়া গোলটি। তুরিনের দলটি চোখে লাগার মতো ভুল থেকে রোনালদোর স্বদেশি ক্লাব পোর্তকে উপহার দিয়েছে গোলটি। জুভ কোচ আন্দ্রে পিরলোকে যা হতাশ করেছে।

ম্যাচ শেষে রাগান্বিত পিরলো বলেন, 'ম্যাচটার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। খেলোয়াড়দের এমন মনোভাব তাই মেনে নেওয়া যায় না। শুরুতেই তাদের ওমন একটা গোল উপহার দেওয়ার পরে ম্যাচ আসলেই কঠিন হয়ে যায়।'

পিরলো জানান, গোল খাওয়ার পরে তার শিষ্যরা আর পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি। এলোমেলো হয়ে যায় তাদের ছক। কোচ পরিকল্পনা সাজিয়েছিলেন ডিপ মিডফিল্ডে আক্রমণ সাজানোর। কিন্তু শুরুতে গোল পেয়ে যাওয়ায় পোর্ত নিচে নেমে খেলে। ওল্ড লেডিদের বেশি বেশি পাস দিয়ে সামনে এগোতে হয়। পিরলোর দাবি, ওখানেই মূলক মার খেয়ে গেছে তার ছক।

আরও পড়ুন

×