ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এবার হ্যালন্ডে স্তব্ধ সেভিল

এবার হ্যালন্ডে স্তব্ধ সেভিল

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ০০:০৩

পিএসজির তরুণ ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের পায়ের জাদুতে কেঁপেছে ক্যাম্প ন্যু। স্তব্ধ হয়েছে কাতালুনিয়া। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বার্সার মাঠ থেকে ৪-১ গোলের জয় তুলে নিয়েছেন তারা।

এবার এমবাপ্পের 'প্রতিদ্বন্দ্বী' তরুণ বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড কাঁপিয়েছেন স্পেনের রামন সানচেজ স্টেডিয়াম। স্তব্ধ করেছেন সেভিল। হারিয়ে দিয়েছেন স্প্যানিশ ক্লাব সেভিয়াকে।

তার জোড়া গোলে ঘরের মাঠে লস নার্ভিওনেনসেসরা হেরেছে ৩-২ গোলে। ডর্টমুন্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন গোল খেয়ে এক প্রকার বিদায়ের পথে পা বাড়িয়ে দিয়েছে হুলেন লোপেতেগুইয়ের দল। সেভিয়াকে স্তব্ধ করতে জোড়া গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হ্যালন্ড।

ঘরের মাঠে ম্যাচের ৭ মিনিটের মাথায় গোল করে অবশ্য গল্পটা ভিন্নভাবে লেখার আভাস দিয়েছিল সেভিয়া। কিন্তু স্প্যানিশ ক্লাবটি সুসোর এনে দেওয়া লিড ধরে রাখতে পারেনি তারা। ১৯ মিনিটে ডর্টমুন্ডের জার্মান ফুটবলার মাহমুদ দাহউড গোল করে দলকে সমতা এনে দেন।

এরপর ২৭ মিনিটে গোল করেন হ্যালন্ড। দলকে নেন এগিয়ে। প্রথমার্ধের শেষ দিকে আবার গোল করে দলকে লিড এনে দেন ৩-১ গোলের। প্রথমার্ধে তিন গোল খাওয়া সেভিয়ার সামনে তখন বড় হারের শঙ্কা। তবে দ্বিতীয়ার্ধে গোল মুখ বন্ধ করতে সক্ষম হয় তারা। সঙ্গে লুডু ডি জংয়ের গোল হারের ব্যবধান কমায়। দ্বিতীয় লেগের জন্য বাঁচিয়ে রাখে আশা।

জোড়া গোল করে সাবেক রেড বুল সলসবার্গ তারকা ছুঁয়েছেন রেকর্ডও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম ১০ গোলের পর গড়েছেন দ্রুতগত অন্তত ১৭ গোল করার রেকর্ড। মেসি-রোনালদোরা পর্যন্ত যেটা করতে পারেননি। আর ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ক্যাম্প ন্যুতে এমবাপ্পের হ্যাটট্রিক তার গোল ক্ষুধা বাড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন

×