ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অ্যাথলেটিকোর 'দম' আটকে জয় চেলসির

অ্যাথলেটিকোর 'দম' আটকে জয় চেলসির

অলিভার জিরুর গোলে অ্যাথলেটিকোর মাঠে চেলসির জয়। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৫৯

'আমরা তাদের দম ফেলতে দেব না। কাউন্টার অ্যাটাকের কোন সুযোগ দেব না।' অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে এমনটাই বলেছিলেন চেলসি কোচ টমাস টুখেল। সেটাই করেছে তার দল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিকোর ঘরের মাঠ অ্যারেনা ন্যাশনালে ‌১-০ গোলের জয় তুলে নিয়েছে ব্লুজরা।

দ্বিতীয় লেগে এখন ঘরের মাঠে চেলসির সামনে সুযোগ অ্যাথলেটিকো মাদ্রিদকে রুখে দিয়ে ফেবারিট তকমাধারী স্প্যানিশ ক্লাবটিকে বিদায় করার। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় দায়িত্ব নিয়ে সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ও পিএসজি কোচ টমাস টুখেল বুঝিয়ে দিয়েছেন, কাজটা ঠিকঠাক করার ছক তিনি জানেন।

অ্যাথলেটিকোর মাঠে গিয়ে চেলসি পুরো ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখে। বল পায়ে রাখে ৬৩ ভাগ। পাসিং ছিল সফল। গোছানো আক্রমণে গোলে শট নিয়েছে পাঁচটি। তার মধ্যে ফ্রান্স স্ট্রাইকার অলিভার জিরুর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্লুজরা।

অন্যদিকে প্রতি আক্রমণে অভ্যস্ত অ্যাথলেটিকো মাদ্রিদ মাত্র ৩৬ ভাগ বল পায়ে রাখতে পারে। গোলে ভয় ধরানো আক্রমণ করতে পারেনি একটিও। তবে লক্ষ্যভ্রষ্ট তিনটি শট নিতে পারে তারা। ঘরের মাঠে এই হারে ইউরোপ সেরার লড়াইয়ে পিছিয়ে গেল লা লিগার তিন দল। এর আগে বার্সেলোনা হেরেছে পিএসজির কাছে। সেভিয়া হেরেছে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে। চক্রপূরণ করতে বাকি কেবল রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন

×