ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দশজনের আটালান্টাকে কষ্টে হারাল রিয়াল

দশজনের আটালান্টাকে কষ্টে হারাল রিয়াল

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৫৯

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে হারের বৃত্তে ছিল স্প্যানিশ ক্লাবগুলো। ঘরের মাঠে বার্সেলোনা বিধ্বস্ত হয়েছে পিএসজির কাছে। সেভিয়া হোম ম্যাচে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে।

লা লিগার পয়েন্ট টেবিলে রাজত্ব করা অ্যাথলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে 'আপসেট' করেছে চেলসি। ওই বৃত্ত ভেঙেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

আটালান্টার মাঠ থেকে বুধবার রাতের ম্যাচে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে জিতেছে ১-০ গোলে।

দশজনের আটালান্টার বিপক্ষে লস ব্লাঙ্কোসরা ওই জয়টা পেয়েছে ম্যাচের শেষ সময়ে খানিকটা ভাগ্যের জোরে। ম্যাচের ৮৬ মিনিটে ওই গোল না পেলে হতাশা নিয়ে ঘরে ফিরতে হতো টনি ক্রুস-লুকা মডরিচদের।

নিজেদের মাঠে ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আটালান্টা মিডফিল্ডার রোমো ফ্রেইলার। এরপর ১০ জনের দল নিয়ে ম্যাচের পুরোটা সময় রক্ষণ সামলাতে হয় ম্যাচের আগে হুঙ্কার ছাড়া আটালান্টার।

কিন্তু বলের দখল নিয়ে, একের পর এক আক্রমণ তুলেও আটালান্টার জালে বল জড়াতে পারছিল না রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৬ মিনিটে ব্লাঙ্কোস রাইট ব্যাক ফারল্যান্ড মেন্ডি ভাঙেন সেই জুজু। গোল দিয়ে তুলে নেন জয়। রিয়ালের ছোট্ট এই জয়ে বড় স্বস্তি ওই অ্যাওয়ে গোলটিও।

আরও পড়ুন

×