ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নিউজিল্যান্ডে তিনদিনে হারলেও উইকেট নিয়ে কথা হয়নি: কোহলি

নিউজিল্যান্ডে তিনদিনে হারলেও উইকেট নিয়ে কথা হয়নি: কোহলি

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১ | ০৫:১৮

অস্ট্রেলিয়ার মাটিতে পেস আক্রমণ সামলে এবং নিজেদের পেস-স্পিন দিয়ে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের হারিয়ে এসেছে ভারত। অথচ কোহলিরা যখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন উইকেটে খেলছেন তখন দেওয়া হচ্ছে একটার পর একটা খোঁচা। সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই বলছেন পক্ষে-বিপক্ষে কথা।

বৃহস্পতিবার আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের আগে ওই উইকেট নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, নিউজিল্যান্ড সফরে গিয়ে তাদের পেস আক্রমণের বিপক্ষে মাত্র তিনদিনে টেস্ট হেরেছিল ভারত। কিন্তু তখন কেউ উইকেট নিয়ে কথা বলেননি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোহলি বলেন, 'আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি পাঁচদিন গড়ানোর জন্য টেস্ট খেলবেন নাকি জেতার জন্য? আমরা নিউজিল্যান্ডে দুটি টেস্টই তিনদিনের মধ্যে হেরেছিলাম। কেউ উইকেট নিয়ে কথা বলেনি। বরং আমাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে। আমাদের শক্তির জায়গা হলো নিজেদের দিকে আমরা ফোকাস রাখি। উইকেটে নয়।'

কোহলি জানান, ভারতীয় সংবাদ মাধ্যমের উচিত উপমহাদেশে স্পিন উইকেটই ভালো এটা তুলে ধরা। এছাড়া উইকেট নিয়ে এবার একটু বেশিই হইচই হচ্ছে বলেও মনে করেন তিনি।

ভারতীয় অধিনায়কের মতে, ভারতীয় দলের সাফল্যের কারণ হলো যেকোন কন্ডিশনের জন্য তাদের প্রস্তুতি নেওয়া। উইকেট নিয়ে তারা বেশি চিন্তা করেন না। এছাড়া তৃতীয় টেস্টে দুই দলের ব্যাটসম্যানরাই বলের ওপর ঠিকঠাক মনোযোগ রাখতে পারেননি বলেও জানান তিনি। কোহলি যেটাকে উইকেট নয় টেকনিকের দোষ বলে মনে করছেন। 

আরও পড়ুন

×