ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

তৃতীয় করোনা পরীক্ষায়ও তামিমদের সবাই নেগেটিভ

তৃতীয় করোনা পরীক্ষায়ও তামিমদের সবাই নেগেটিভ

ছবি: নাঈম শেখের ফেসবুক পেজ থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১ | ০৬:১১

নিউজিল্যান্ড সফরে গিয়ে কঠোর কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। প্রথম তিনদিন পুরোপুরি ঘরবন্দি ছিলেন তারা। ওই তিনদিন সতীর্থদের সঙ্গে দেখাও করতে পারেননি কেউ। পরের চারদিনের কোয়ারেন্টাইন ছিল কিছুটা শিথিল। ক্রিকেটাররা অল্প সময়ের জন্য ছোট ছোট দল হয়ে আলো-বাতাসের মুখ দেখতে পেয়েছেন।

প্রথম চারদিনের মধ্যে আবার দু'বার করোনা পরীক্ষাও করানো হয় তামিম-মাহমুদুল্লাহদের। নিউজিল্যান্ডে পৌছানোর পরে একবার এবং তিনদিন পরে আরেকবার। তৃতীয় করোনা পরীক্ষায়ও নিউজিল্যান্ডে যাওয়া বাংলাদেশ দলের সবাই নেগেটিভ এসেছেন। বুধবার থেকে তাই সাতজনের দল হয়ে ফিটনেস অনুশীলন শুরু করেছেন ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট: দি টাইগার্স নামক বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ তৃতীয় করোনা পরীক্ষায় ক্রিকেটারদের নেগেটিভ আসা এবং ছোট ছোট দল হয়ে প্রথম জিম সেশনে কাটানোর বিষয়টি নিশ্চিত করেছে।

কিউই সফরে বাংলাদেশ দলের মোট ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাতদিন পরে ছোট দল হয়ে অনুশীলনের পর ধীরে ধীরে পুরো দল একসঙ্গে মাঠের অনুশীলন শুরু করবেন। আগামী ২০ মার্চ তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবেন ক্রিকেটাররা। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ২৮ মার্চ। ১ এপ্রিল সাদা বলের সিরিজ শেষ করে দেশে ফিরবেন ক্রিকেটারর।

আরও পড়ুন

×