পান্ত তিন ফরম্যাটেরই কিংবদন্তি হবেন: সৌরভ

ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২১ | ০৭:৪০
ভারতীয় দলে তিন ফরম্যাটেই ধুঁকতে দেখা গেছে ঋষভ পান্তের। দল থেকে তাই বাদও পড়তে হয়েছে তাকে। কোচ, অধিনায়ক, ক্রীড়া বিশ্লেষকরা তাই বলেছিলেন, আত্মবিশ্বাস দরকার পান্তের। নিজের ওপর বিশ্বাসটা পেলেই জ্বলে উঠবেন তিনি। অস্ট্রেলিয়া সফরে সেই বিশ্বাসটা পেয়ে গেছেন ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
অজিদের মাটিতে ভয়ডরহীন ব্যাটিংয়ে ভারতকে সিরিজ জেতাতে রেখেছেন বড় অবদান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও একই ছন্দে পান্ত। ওয়ানডে গতিতে রান তুলে প্রতিপক্ষের ছক ভেস্তে দিচ্ছেন তিনি। এক সেশনেই বদলে দিচ্ছেন ম্যাচের দৃশ্যপট।
আহমেদাবাদে ইংলিশদের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছেন ঋষভ। আউট হয়েছেন ১১৮ বলে ১০১ রানের চোখ ধাঁধাঁনো ইনিংস খেলে। তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন সৌরভ গাঙ্গুলি, মাইকেল ভন, বিরেন্দ্র শেবাগ, রবিন পিটারসনের মতো সাবেকরা।
এর মধ্যে সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মন্তব্য করেছেন, সামনের বছরগুলোতে ঋষভ তিন ফরম্যাটে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করবেন। তিনি টুইট করেছেন, 'কী ভালো ব্যাটিং করে সে? অবিশ্বাস্য... চাপের মধ্যে কী দারুণ নক...এটা প্রথম নয়, নিশ্চয় শেষবারও নয়, সামনের বছরগুলোতে সে তিন ফরম্যাটের কিংবদন্তি হয়ে উঠবে। এভাবে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং চালিয়ে যাও। যাতে ম্যাচ উইনার হতে পারো।'
মাইকেল ভন টুইট করেছেন, 'টেস্টে আসলে এভাবেই ব্যাট করতে হয়। ঠান্ডা মাথা, পরিষ্কার মনোভাব, নিজের রক্ষণের ওপর আস্থা এবং সময় বুঝে আক্রমণ করা। ঋষভ পান্ত অসাধারণ।' ইয়ান বেল বলেছেন, 'পুরো সিরিজে সে দৃষ্টি কেড়েছে। তবে এটা ম্যাচ জয়ী সেঞ্চুরি।'
ঋষভ পান্তকে কেউ কেউ নতুন গিলক্রিস্ট বলছেন। শেবাগের কাছে অ্যান্ডারসনকে সুইপ করা, ছক্কা মেরে সেঞ্চুরি করা খুবই পছন্দ হয়েছে। আর রোহিত শর্মা বলেছেন, 'ধোনির জায়গা পূরণ করার জন্য পান্ত একটু বেশি প্রস্তুত।' অথচ দুর্দান্ত সেঞ্চুরি করা পান্তের ব্যাটিং দর্শনটা খুবই সহজ।
ম্যাচ শেষে তিনি সেটাই বলেছেন, 'পরিস্থিতি বুঝে খেলতে পছন্দ করি। আমার ব্যাটিংয়ে দর্শক হলো বল দেখে প্রতিক্রিয়া দেখানো। আমি ভালো ক্রিকেট খেলতে চাই, দলকে জেতাতে চাই। দর্শক যদি খেলা দেখে আনন্দ পান, সেটা বাড়তি পাওনা। ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করে আমি খেলি না।'