ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

কনওয়ে ঝড়ে দুইশ' ছাড়ানো লক্ষ্য পেল বাংলাদেশ

কনওয়ে ঝড়ে দুইশ' ছাড়ানো লক্ষ্য পেল বাংলাদেশ

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১ | ২০:৪১ | আপডেট: ২৭ মার্চ ২০২১ | ২২:৫২

নিউজিল্যান্ডের বিপক্ষে সিডন পার্কে প্রথম ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তরুণ ওপেনার ফিন অ্যালেনকে গোল্ডেন ডাকের স্বাদ দেন নাসুম আহমেদ। মার্টিন গাপটিলও ফিরে যান ভয়ঙ্কর হওয়ার আগে। তবে তরুণ দুই ক্রিকেটার ডেভন কনওয়ে ও উইল ইয়ংয়ের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ২১০ রানের সংগ্রহ পেয়ে গেছে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম এই টি-২০ ম্যাচে দলের হয়ে ২৭ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন গাপটিল। দলের এক রানে প্রথম উইকেট হারানোর পর তারা ৫৩ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর কনওয়ে ও ইয়ং অস্বস্তিতে ফেলে দেয় বাংলাদেশকে।

তারা দু'জন তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়েন। চারে নামা ইয়ং ৩০ বলে চারটি ছক্কা ও দুটি চারের শটে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। তবে কনওয়ে অন্য প্রান্তে ছিলেন অবিচল। তিনি শেষ ওভার পর্যন্ত খেলে ৫২ বলে ৯ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন। ১১ চারের সঙ্গে মারেন তিনটি ছক্কা।

তাকে সঙ্গ দিয়ে গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে পারেননি কেউ। নাসুম আহমেদ ৪ ওভারে দেন ৩০ রান। তুলে নেন ২ উইকেট। অন্য স্পিনার শেখ মাহেদি ৪ ওভারে ৩৭ রান খরচা করেন। অন্য উইকেটটি পান তিনি। পেসারদের তিনজনই ওভার প্রতি দশের ওপরে রান দেন।

আরও পড়ুন

×