হাতে পাঁচ সেলাই, ছিটকে গেলেন তাসকিন

তাসকিন আহমেদ- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২১ | ১০:৪৯ | আপডেট: ০৫ জুলাই ২০২১ | ০১:৫৮
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলা হচ্ছে না মোহামেডানের পেসার তাসকিন আহমেদের। গত ১৬ জুন খেলাঘর-মোহামেডানের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তাসকিন। বাঁ হাত ফেটে যাওয়ায় সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। জানা গেছে, আপাতত দুই সপ্তাহের বিশ্রামে থাকবেন তিনি।
মোডামেডনের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে বলেছেন, ‘খেলাঘরের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান তাসকিন। আঘাতের জায়গায় চামড়া ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। আপাতত ৭ দিন লাগবে সেরে উঠতে। তবে সেরে উঠলেও আমরা তাকে ঝুঁকি নেবো না।’
ঢাকা প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ খেলতে পেরেছেন ২৬ বছর বয়সী পেসার। দলের হয়ে সর্বোচ্চ ১০ উইকেট শিকার তার। সেরা বোলিং ১৫ রানে ৩ উইকেট।
তাসকিনকে হারিয়ে আরো বিপদে মোহামেডান। একদিন আগেই সাকিব জানিয়েছেন, তিনি সুপার লিগে খেলবে না। পরিবারকে সময় দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন বাঁহাতি অলরাউন্ডার। এতে করে মোহামেডানের জন্য সুপার লিগ আরও কঠিন হয়ে গেলো।
- বিষয় :
- তাসকিন আহমেদ
- চোট
- ঢাকা প্রিমিয়ার লিগ