ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাসপাতাল থেকে ছাড়া পেলেন এরিকসেন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন এরিকসেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১ | ০১:২৫ | আপডেট: ২৪ জুন ২০২১ | ০৭:২৩

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। তার অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। এখন অবশ্য তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সোজা জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন তিনি। সতীর্থদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর, সেখান থেকে বাড়ি ফিরে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এক বিবৃতিতে এরিকসেন বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমি ভালো আছি। সতীর্থদের সঙ্গে আবারও দেখা হওয়াটা দারুণ। সোমবার রাশিয়ার বিপক্ষে ম্যাচে আমি তাদের উৎসাহ দেব।’

ইউরোর ফিনল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচ চলাকানীম ক্রিশ্চিয়ান এরিকসন বল ধরতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আর সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাকে ওই অবস্থায় দেখে সেই মুহূর্তে ভয়ে আশঙ্কায় গোটা ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। পরে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। তার অস্ত্রোপচারও করতে হয়। শুক্রবার তিনি হাসপাতাল থেকে ছুটিও পেয়ে যান। তবে তার ফুটবলজীবন কিন্তু একেবারেই অনিশ্চিত হয়ে পড়ল।

আরও পড়ুন

×