সাফে আশাবাদি জেমি ডে

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১ | ০৩:১৮
আরো একটি সাফ চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় বাংলাদেশ। মালদ্বীপের আসরটিকে সামনে রেখে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল জাতীয় দল। স্বপ্ন বাস্তবায়নের আভাস দিলেন কোচ জেমি ডে। ১-১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
ঢাকায় ফিরে তিন দিনের কোয়েরান্টাইন শেষে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাফ নিয়ে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলাপ করেন জেমি ডে। আলোচনায় তুলে ধরেছেন সামনের দিনগুলোতে বাংলাদেশের করণীয়।
এ মাসের শেষ দিকে জাতীয় দলের অনুশীলন শুরু করবেন জেমি ডে। বাংলাদেশের ইংলিশ কোচ জানান, সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলে আসতে পারে তিন-চার জন নতুন মুখ। ফিফা এএফসির বাধা না থাকলে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলেকেও নেয়ার ভাবনা রয়েছে তার।
জেমি ডে বলেন, ‘লিগ শেষ করেই জাতীয় দলের ক্যাম্প শুরু করবো। গেল তিন বছর দলে তেমন পরিবর্তন আসেনি। এবার তিন-চার জন নতুন মুখ আসতে পারে। ফিফা-এএফসির বাধা না থাকলে এলিটা কিংসলেকেও আমার পছন্দ।’
মালদ্বীপে যাওয়ার আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কিরগিজস্তানের জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে এবং ফিলিস্তিনের বিপক্ষে। ফিফার সবশেষ র্যাংকিংয়ে কদিন আগে চার ধাপ পিছিয়ে যাওয়া বাংলাদেশের (১৮৮তম) চেয়ে কিরগিজস্তান (১০১তম) ও ফিলিস্তিন (১০২তম) অনেক এগিয়ে। শক্তিশালী দল দুটির বিপক্ষেই আগে পরীক্ষায় বসতে উন্মুখ জেমি।
তবে কিরগিজস্তান-ফিলিস্তিনকে বাংলাদেশ হারাবে, এমন স্বপ্নও দেখছেন না বাংলাদেশ কোচ। তিনি জানান, 'কিরগিজস্তান, ফিলিস্তিনের বিপক্ষে খেলা কঠিন হবে। ওদের র্যাঙ্কিং ভালো বিনা কারণে হয়নি। ওদের ভালো খেলোয়াড় আছে বলেই সেটা সম্ভব হয়েছে। প্রস্তুতির দিক থেকে এটা আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ ও পরীক্ষা হবে। সত্যি কথা হলো, বাস্তবিক অবস্থান থেকে আমরা এই সব ম্যাচ জেতার আশা করতে পারি না। কিন্তু আমি ভালো পারফরম্যান্স চাই।'
সাফে আসতে পারে তিন থেকে চারজন নতুন মুখ। তিনি বলেন, ‘এখানে গত তিন বছর ধরে দেখছি, ঘুরে ফিরে সেই একই খেলোয়াড়রা খেলছে। আমরা নতুন ১০/১২ জন খেলোয়াড় যোগ করতে পারিনি। এখানে এমন কয়েকজন খেলোয়াড় আসতে পারে, যাদের আগে আমরা বাছাই করিনি। বাংলাদেশের বাইরে অনুশীলন করছে এমন কিছু খেলোয়াড়ও হয়তো আসতে পারে।'
- বিষয় :
- মালদ্বীপ
- সাফ ফুটবল
- কিরগিজস্তান
- ফিলিস্তিন