ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তিন জাতি টুর্নামেন্টে নতুন কৌশলে খেলবেন জামালরা

তিন জাতি টুর্নামেন্টে নতুন কৌশলে খেলবেন জামালরা

তিন জাতির টুর্নামেন্টে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। তার আগে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুশীলন করেন জেমি ডের শিষ্যরা- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ২২:৩৬

টুর্নামেন্ট হলেও শিরোপা নিয়ে ভাবনা-বিশেষ নেই বাংলাদেশ দলের। জেমি ডের দলের মূল লক্ষ্য আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শানিত করা। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে তিন জাতির এই টুর্নামেন্টে নতুন এক পদ্ধতি প্রয়োগ করে দেখতে চায় বাংলাদেশ দল। কী সেই পদ্ধতি- সেটির দেখা মিলবে আজ কিরগিজস্তান রাজধানী বিশকেকের স্পার্টাক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফিলিস্তিনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তিন জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ যে শিরোপা নিয়ে ভাবছে না, তার অন্যতম কারণ বাকি দুই দল ফিলিস্তিন ও কিরগিজদের শক্তিমত্তা। ফিফা র‌্যাঙ্কিংয়ে কিরগিজস্তান এখন ১০১ নম্বরে, তাদের পরই অবস্থান ফিলিস্তিনের; আর বাংলাদেশ ১৮৮-তে। এখন পর্যন্ত পাঁচবার ফিলিস্তিনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল; এর মধ্যে হেরেছে চারটিতে, অন্যটি হয়েছে ড্র। সাম্প্রতিক ফলেও দুই দলের ব্যবধান অনেক। শুক্রবার তিন জাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজদের কাছে হারলেও তার আগে বিশ্বকাপ বাছাইয়ে সিঙ্গাপুরকে ৪-০ আর ইয়েমেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিন। বিপরীতে আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্র করলেও ভারতের কাছে ০-২ আর ওমানের কাছে ০-৩-এ হেরেছে বাংলাদেশ।

ফলের কথা তাই মাথায় না এনে বাংলাদেশ ভাবছে অক্টোবরে অনুষ্ঠিতব্য সাফের কথা। দক্ষিণ-এশিয়ান ফুটবলের সর্বোচ্চ ওই আসরের সেরা প্রস্তুতি নিতে কিরগিজস্তানের মাটিতে নতুন একটি কৌশলের পরীক্ষা-নিরীক্ষা করতে চান কোচ জেমি ডে, 'এই তিন ম্যাচে আমরা ভিন্ন কৌশলে, ভিন্ন ফরমেশনে খেলার চেষ্টা করব। দেখব, সাফের জন্য বিকল্প কোনো কৌশল রপ্ত করা যায় কিনা। যেহেতু এই ম্যাচগুলো আমরা সাফের প্রস্তুতির জন্য খেলছি, অবশ্যই ভিন্ন কৌশল নিয়ে এই টুর্নামেন্টে কাজ করব। সবাইকে এটার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও দেওয়া হবে। ম্যাচগুলো ওদের জন্য কঠিন হবে, ভালো অভিজ্ঞতাও হবে।'

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছেন নতুন পদ্ধতি প্রয়োগের কথা, 'আমরা নতুন এক সিস্টেমে খেলব। ভালো হলে কনটিনিউ করব।'

নিরীক্ষামূলক পদ্ধতিটি কী- সেটি অবশ্য কারও কথায়ই পরিষ্কার হয়নি। কিরগিজস্তানে থাকা ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে নতুন মুখ আছে চারটি। যার মধ্যে আছেন দুই প্রবাসী ফ্রান্স থেকে আসা নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম আর কানাডা থেকে আসা রাহবার ওয়াহেদ খান। অভিষেকের অপেক্ষায় থাকা দেশি দুই নতুন মুখ হচ্ছেন উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা ও মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্ডার আতিকুজ্জামান।

কোচ-অধিনায়কের নিরীক্ষার টুর্নামেন্টে খেলানো হবে তাদের সবাইকেই। নিশ্চিত করতে গিয়ে জেমি বলেন, 'সব খেলোয়াড়ই তিন ম্যাচের যে কোনো একটিতে খেলার সুযোগ পাবে। নতুনদেরও আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দিতে চাই। (ফিলিস্তিনের বিপক্ষে) ম্যাচে কে সুযোগ পাবে বলতে পারছি না। তবে টুর্নামেন্টে সবাই খেলতে পারবে।'

আজ ফিলিস্তিনের বিপক্ষে খেলার পর মঙ্গলবার স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একদিন পর কিরগিজদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আছে আরও একটি ম্যাচ। সবই হতে যাচ্ছে পরীক্ষা-নিরীক্ষার, এমন বার্তাই দিয়েছেন কোচ-অধিনায়ক।

আরও পড়ুন

×