ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মার্টিনেজের গোলে পেরুকে হারাল আর্জেন্টিনা

মার্টিনেজের গোলে পেরুকে হারাল আর্জেন্টিনা

আলবেলিস্তেদের একমাত্র গোল স্কোরার মার্টিনেজ। ছবি-টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১ | ২৩:২১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ | ২৩:২২

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে  ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির শিষ্যরা। এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাই পর্বে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের টিকিট প্রাপ্তির খুব কাছাকাছি রয়েছে দলটি।

ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলের লিড নিয়েছিল আর্জেন্টিনা। ৪২তম মিনিটে নাহুয়েল মলিনার পাসে গোল করেন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। বিরতির পর কিছুটা ধার কমে যায় আর্জেন্টিনার আক্রমণের। সেই সুযোগে ম্যাচের ৬২তম মিনিটে পেনাল্টিও পেয়ে যায় পেরু। তবে পেরুর ইয়োটুন সেটি ক্রসবারে মেরে নষ্ট করেন।

খেলার  একটি মূহুর্তে মেসি। ছবি-টুইটার

ম্যাচের ৮৮তম মিনিটে হেডে পেরুর জালে বল পাঠিয়েছিলেন আজেন্টাইন তারকা গুইদে রদ্রিগেজ। তবে হেড নেওয়ার সময় পেরুর এক ডিফেন্ডারের গায়ে হালকা ধাক্কা লাগায় ফাউলের বাঁশি বাজান রেফারি।

ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনার উপরে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আরও পড়ুন

×