ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অর্ধশতক পূর্ণ করলেন নাঈম

অর্ধশতক পূর্ণ করলেন নাঈম

নাঈম শেখ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ০৯:৩০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ০৯:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে ছিলেন না। নাঈমকে বসিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে সৌম্যকে খেলিয়েছে বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় ওমানের বিপক্ষে একাদশে আসে নাঈম। 

এসেই ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে ফেললেন নাঈম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৮ রানে ব্যাট করছে 

বাংলাদেশ। ৪৭ বলে ৬২ রানে ব্যাট করছেন নাঈম।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। দুইবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন। বিলালের ইয়র্কার মিস করে এলবিডব্লু হন তিনি। এতে ব্যর্থতার ঝুলি পূর্ণ করে মাত্র ৬ রান করেই ফিরলেন লিটন।

টি-টোয়েন্টিতে সাকিবের পছন্দের ব্যাটিংয়ের জায়গা তিন নাম্বারে। কিন্তু দ্রুত লিটনের বিদায়ে আজ সাকিবের জায়গায় মেহেদীকে নামালো বাংলাদেশ। মেহেদীকে নামানোর মূল কারণ ছিল, দ্রুত রানের গতি বাড়ানো। কিন্তু ফায়াজ বাটের দুর্দান্ত ফিরতি ক্যাচে আউট হন তিনি। এতে ৩ বল খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেন মেহেদী।

আরও পড়ুন

×