ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

নতুন বছরের প্রথম দিন নিউজিল্যান্ডে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১ | ০৭:৫৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২১ | ০৭:৫৬

বিশ্বকাপ শেষ করে দেশে ফিরলেও বাংলাদেশ দলের ক্রিকেটারদের বসে থাকার সময় নেই। কালই তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে পা রাখছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজ শেষ করেই টাইগাররা যাবে নিউজিল্যান্ড সফরে।

বিশ্বকাপ শেষ না হতেই শুক্রবার নতুন মৌসুমের সূচি জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২২ সালের মার্চ পর্যন্ত ঘোষিত সূচিতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ছাড়াও ভারতীয় মেয়েদের আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড। যাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেট দলের সফরের মধ্যে দিয়ে শুরু হবে নতুন বছর।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচিতে দেখা গেলো, সেখানে উল্লেখ আছে শুধু টেস্ট সিরিজের।

পাকিস্তানের বিপক্ষ সিরিজ শেষ ৮ ডিসেম্বর। এর পরপরই নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। দুই সপ্তাহ কোয়ারেন্টিনের পর প্রথম টেস্ট ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইতে, ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।

আরও পড়ুন

×