প্রথম শতককে 'ডাবল' বানালেন তৌহিদ হৃদয়

তৌহিদ হৃদয়। ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১ | ০৫:৪৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ | ০৫:৪৬
প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের প্রথম শতককেই ডাবল বানালেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে চোখ ধাঁধানো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ এই ব্যাটার। বিসিএলের এবারের আসরেও এটিই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ডাবল সেঞ্চুরি।
আগের দিনই দেড়শো পেরিয়ে গিয়েছিলেন। অপরাজিত ছিলেন ১৫৯ রানে। তাই ডাবল সেঞ্চুরির হাতছানি ছিল হৃদয়ের। শেষ দিনে নেমে নিজের ইনিংসটা অনায়াসে এগিয়ে তিনি থাকেন এই ডানহাতি। প্রথম সেশনেই কাজটা হয়ে যায়।
৩৭৪ বলে সিঙ্গেল নিয়ে তিনি স্পর্শ করেন দ্বিশতক। ডাবল সেঞ্চুরির পর অবশ্য আর বেশিক্ষণ টেকেনি তার ইনিংস। ম্যাচের আয়ু কম থাকা আর দলের লিড হয়ে যাওয়ায় দ্রুত রান বাড়ানোর তাড়া ছিল। তা করতে গিয়ে সানজামুল ইসলামের বলে স্লগ সুইপে ছক্কা পেটাতে গিয়েছিলেন। টপ এজ হয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৩৮৭ বলের ইনিংসে ১৬ চার আর ৪ ছক্কায় হৃদয়ের ব্যাট থেকে আসে ২১৭ রান।
এই ম্যাচের আগে যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান হৃদয় প্রথম শ্রেণীতে খেলছিলেন কেবল ৮ ম্যাচ। তাতে ৪ ফিফটিতে তার রান ছিল ৩৬১। এবার এক ইনিংসেই করে ফেললেন ২১৭।
- বিষয় :
- ডাবল সেঞ্চুরি
- তৌহিদ হৃদয়
- বাংলাদেশ
- বিসিএল