বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের একাদশে ৪ পরিবর্তন

বক্সিং ডে টেস্ট জিততে মরিয়া ইংলিশরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১ | ০১:০১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ | ০১:০১
অ্যাশেজে প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজ রক্ষায় এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিততে মরিয়া ইংলিশরা। ম্যাচটি মাঠে গড়ানোর একদিন এগেই জানিয়ে দিয়েছে একাদশ। যেখানে আগের ম্যাচ থেকে এক বা দুটি নয়, চারটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অ্যাডিলেডে স্পিনার জ্যাক লিচ না থাকায় বেশ সমালোচনাও হয়েছে। মেলবোর্নে ইংল্যান্ডের প্রথম এগারোয় ফিরেছেন লিচ। পাশপাশি ররি বার্নসের বদলে দলে এসেছেন জ্যাক ক্রাউলি। ওলি পোপের ফর্ম নিয়েও বেশ সংশয় ছিলই। তার জায়গায় মিডল অর্ডারে জায়গা পেয়েছেন জনি বেয়ারস্টো। দলের অপর পরিবর্তনটি হল মার্ক উড। গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।
মার্ক উড দলে জায়গা পাওয়ায় হাফ ফিট স্টোকসের বদলে উডের গতি কাজে লাগিয়েই জয়ের পথে ফিরতে আগ্রহী ইংল্যান্ড। প্রসঙ্গত, পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে।
- বিষয় :
- অ্যাশেজে
- বক্সিং ডে টেস্ট
- ইংল্যান্ড
- অস্ট্রেলিয়া