টেস্ট ব্যাটসম্যান মুমিনুলের ঝড়ে দু্ইশ' ঢাকার

ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০৮:২৯
একজনের পিঠে লেগে গেছে টেস্ট ব্যাটসম্যানের সিল। আরেকজন স্পিনার থেকে বনে গেছেন 'পিওর' অলরাউন্ডার। দেশি এই দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও মেহেদি হাসানের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে ঢাকা প্লাটুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তারা তুলেছে মাত্র ৪ উইকেটে ২০৫ রান।
রাত বাড়তেই শিশিরের প্রভাব বাড়বে। পরে ব্যাট করতে সুবিধা হবে ভেবেই খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে বল করার সিদ্ধান্ত নেন। শুরুর ১২ রানে দুটি এবং ঢাকার ৩৫ রানে ৩ উইকেট তুলে নেন ফ্রাইলিংকরা। তবে ওপেন করতে নামা মুমিনুল হক এবং টপ অর্ডারে ব্যাট করা স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান বড় জুটি গড়েন। তারা তোলেন ১৫৩ রান।
মুমিনুল হক ৫৭ বলে ৮৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। তিনি যে শুধু টেস্টের ব্যাটসম্যান নন। টি-২০ ফরম্যাটেও খেলতে পারেন সেটা অন্য আসরের মতো এবারও দেখিয়ে দেন। বিপিএল শুরুর আগে মুমিনুল বলেন এবারের আসরকে ওয়ানডে ফেরার লক্ষ্য ধরেছেন তিনি। বঙ্গবন্ধু বিপিএলে মুমিনুল সুযোগ পেলেই নিজের স্বপক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন।
সাজঘরে ফেরার আগে দেখিয়েছেন সাতটি চার ও তিনটি ছক্কা। তার সঙ্গে থাকা মেহেদি শেষ পর্যন্ত খেলে ৩৬ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। তার ১৮৮.৮৮ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো পাঁচটি ছক্কা ও তিনটি চারে। খুলনার হয়ে মোহাম্মদ আমির ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন। দুটি উইকেট পান রবি ফ্রাইলিংক।
খুলনা টাইগার্স এবং ঢাকা প্লাটুনের আগেই শেষ চার নিশ্চিত হয়েছে। তারপরও এই ম্যাচে চোখ দর্শকদের। কারণ জয়ী দলের নিশ্চিত হবে কোয়ালিফায়ার। পয়েন্ট টেবিলে শীর্ষেও উঠবে তারা। শীর্ষ দুই দলের একটি প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে চলে যাবে। আবার হারলেও সুযোগ পাবে এলিমিনেটর থেকে জিতে আসা দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার এবং ফাইনালে ওঠার।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বঙ্গবন্ধু বিপিএল-২০১৯
- ঢাকা-খুলনা