পিন্ডি টেস্ট
ইটের বদলে পাটকেল ছুড়ছে অজিরা

জন্মভূমিতে ফিরে সেঞ্চুরি মিসের আক্ষেপ অজি ওপেনার উসমান খাজার। ছবি: টুইটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০৬:২৯ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০৬:২৯
বোলারদের ওভারের পর ওভার হাত ঘুরিয়ে যাওয়া। ফিল্ডারদের বলের পেছনে ছুটে ‘শ্রমিকের’ খাটুনি। অন্যদিকে ব্যাটারদের রাজত্ব। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এটাই গল্প।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রায় দু’দিন কর্তৃত্ব করেছে। ওপেনার ইমাম উল হক টেস্ট দলে ফিরে ক্যারিয়ার সেরা ১৫৭ রানের ইনিংস খেলেছেন। তিনে নেমে সাবেক অধিনায়ক আজহার আলী খেলেছেন ১৮৫ রানের ইনিংস। রান পেয়েছেন আব্দুল্লাহ শফিক (৪৪), বাবর আজম (৩৬) ও মোহাম্মদ রিজওয়ান (২৯*)।
তাদের ব্যাটে ভর করে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ব্যাট করতে নেমে দাঁত ভাঙা জবাব দিচ্ছে ২৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়া ক্রিকেটের এলিট দল অস্ট্রেলিয়া। তারা তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ২৭১ রান। পিছিয়ে আছে ২০৫ রানে।
পাকিস্তানি বংশোদ্ভূত অজি ওপেনার উসমান খাজা জন্মভূমিতে ফিরে খেলেছেন ৯৭ রানের ইনিংস। অ্যাশেজ সিরিজের শেষ দুই ম্যাচে দলে ফেরা ব্যাটার পিন্ডি টেস্টে সেঞ্চুরি হারানোর আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। তার সঙ্গে ১৫৬ রানের জুটি গড়া ডেভিড ওয়ার্নার ফেরেন ৬৮ রান করে।
এরপর তিনে নেমে মার্নাস লাবুশানে ও স্টিথ স্মিথ দাপট দেখিয়েছেন। লাবুশানে ৬৯ রান করে অপরাজিত আছেন। স্মিথের ব্যাট থেকে এসেছে হার না মানা ২৪ রান। অজিদের হয়ে প্রথম ইনিংসে নাথান লায়ন, লাবুশানে ও প্যাট কামিন্স একটি করে উইকেট নেন। পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নওমান আলী একটি করে উইকেট নিয়েছেন। পিন্ডি টেস্ট ড্র’র পথে পা বাড়িয়ে দিয়েছে।