ভারতের ২০০৭ বিশ্বকাপ জয়ের কারিগরেরা এখন কোথায়

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ১৫:৩৯ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ১৫:৪৫
ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শনিবার পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে প্রোটিয়াদের কাঁদিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উচিয়ে ধরেছে ভারত। এর আগে ২০০৭ সালে প্রথমবার শিরোপা জিতেছিল তারা। সেবারই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির দল হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়িয়েছিল। টান টান উত্তেজনায় রূপকথা লিখেছিলেন ধোনিরা।
হোয়াটসঅ্যাপে সমকাল চ্যানেল ফলো করুন
১৭ বছর আগে ২০০৭ সালের সেই বিশ্বকাপ জয়ের কারিগর ছিলেন ধোনি এবং তার দলের বাকি ১৪ জন খেলোয়াড়। সে দিনের সেই জয়ের কারিগরেরা এখন কেমন আছেন? অনেকেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু ক্রিকেটের সঙ্গেই জুড়ে আছেন। কেউ কেউ আবার ক্রিকেট থেকে বহু দূরে সরে গিয়েছেন।
দেখে নেওয়া যাক কেমন আছেন ভারতের ২০০৭ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সেই সদস্যরা-
- বিষয় :
- টি-টোয়েন্টি বিশ্বকাপ