দ্রাবিড়কে গুরুদক্ষিণা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ১৪:০৬ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ১৪:১৩
প্রকৃতির খেয়াল বোঝা বড় দায়! ২০০৭ বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে যেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিপর্যয় ঘটেছিল ভারতের, ১৭ বছর পর সেই মাটিতেই শিরোপার স্বাদ পেলেন দ্রাবিড়। খেলোয়াড় হিসেবে তিনি যা পারেননি, কোচ হিসেবে তাঁকে সেই ট্রফি উপহার দিয়েছেন রোহিত-কোহলিরা। বিশ্বকাপ শেষেই কোচিং থেকেও সরে যাচ্ছেন দ্রাবিড়। এর চেয়ে ভালো বিদায়ী উপহার আর কী হতে পারে!
১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়। সময়ের অন্যতম সেরা ব্যাটার হয়েও বিশ্বকাপ জিততে পারেননি তিনি। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল খেলাই ছিল তাঁর খেলোয়াড়ি জীবনের সেরা সাফল্য। ২০০৭ বিশ্বকাপে তো তাঁর নেতৃত্বে প্রথম রাউন্ড থেকে লজ্জার বিদায় ঘটেছিল ভারতের। সে যন্ত্রণা এতদিন বুকে চেপে রেখেছিলেন তিনি। কোচ হিসেবেও গত এক বছরে দু’বার শিরোপার দ্বারপ্রান্তে গিয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাঁর। তাই তো শনিবার রাতে ছাত্রদের বিশ্বকাপ জয় দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি তিনি। ট্রফি নিয়ে প্রকাশ্যে ধরা দিয়েছেন অচেনা রূপে।
সংবাদ সম্মেলনে তিনি খোলাসা করেছেন বাঁধভাঙা উল্লাসে মাতার রহস্য, ‘দুই বছরের একটা যাত্রা শেষ হলো এই টি২০ বিশ্বকাপ দিয়ে। একটা ভারসাম্যপূর্ণ দল তৈরি করতে চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটার চেয়েছিলাম, খেলোয়াড়দের যথাযোগ্য মানে উন্নীত করতে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে আলোচনা শুরু হয়েছিল, কীভাবে বিশ্বকাপ জেতা যায়। দুই বছরের পরিশ্রমের ফসল এই শিরোপা।’
এর পরই তাঁর কণ্ঠে ফুটে ওঠে সেই অব্যক্ত যন্ত্রণা, ‘নিজের সেরাটা দিলেও খেলোয়াড় হিসেবে কোনো ট্রফি জেতার সৌভাগ্য আমার হয়নি। আমি ভাগ্যবান, এই দলটির কোচ হওয়ার সুযোগ পেয়েছি। এক দল দুর্দান্ত ক্রিকেটার আমার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এটা দুর্দান্ত অনুভূতি। তবে আমি কোনো যন্ত্রণা থেকে মুক্তির জন্য কাজ করিনি।’
রোহিত ও কোহলি একসঙ্গে টি২০ ছাড়ছেন বলেও কিছুটা হতাশ তিনি। তবে তাঁর বিশ্বাস, দুই মহারথীর শূন্যস্থান পূরণের মতো ক্রিকেটার ভারতে রয়েছে।
- বিষয় :
- রাহুল দ্রাবিড়
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ভারত