ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অ্যাকাউন্ট সুরক্ষায় কিছু বিবেচ্য

অ্যাকাউন্ট সুরক্ষায় কিছু বিবেচ্য

.সবকটি অ্যাপ হ্যাকিং থেকে সুরক্ষা নিশ্চিতে প্রাইভেসি ফিচার যুক্ত করছে

সাদি সাবেরিন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৩ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৪:৪৮

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাকাউন্ট নিরাপদ ও সুরক্ষিত রাখা সময়ের প্রয়োজন। এমন গুরুত্ব অনুধাবন করে সবকটি অ্যাপ্লিকেশন ধারাবাহিকভাবে প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার যুক্ত করছে, যেন হ্যাকিং থেকে সুরক্ষা নিশ্চিত হয়।

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে মানোন্নত সুরক্ষা ব্যবস্থা থাকা কেন জরুরি, গ্রাহকেরই বা কেন এ নিয়ে সতর্ক থাকা উচিত? ঢাকায় থেকে পড়াশোনা করা আবেদীনের গল্প থেকে তা সহজে জানা যাবে। কিছুদিন আগে তাঁর ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাকাউন্ট বেশ কয়েকবার হ্যাক করতে বারবার চেষ্টা চালানো হয়। তবে আগেই সক্রিয় করে রাখা নিরাপত্তা ব্যবস্থার কারণে নেতিবাচক কোনো প্রচেষ্টাই সফল হয়নি।

শুরুতেই তিনি তাঁর ব্যবহৃত সহজ ও সাবলীল ফিচারে যুক্ত ইমোর ‘ম্যানেজ ডিভাইস’ থেকে ‘মাল্টিডিভাইস অপশন’ বন্ধ করে দেন। ফলে অ্যাপটি নির্দিষ্ট একটি ডিভাইসেই চালানো যায়। তিনি সিম বাইন্ডিং ও পাসকিজ অথেনটিকেশনের সবকটি ফিচার সক্রিয় করেন। উল্লিখিত নিরাপত্তা ফিচার তাঁর অ্যাকাউন্টকে অনাকাঙ্ক্ষিত প্রবেশ থেকে সুরক্ষিত করেছে। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে মানোন্নত সুরক্ষা ব্যবস্থা থাকা কেন জরুরি, তা আবেদীনের গল্প থেকে দৃশ্যমান। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে রয়েছে বেশ কিছু টিপস, যেমন– প্রথমেই ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে; ওটিপি কারও সঙ্গে শেয়ার করা যাবে না। হ্যাকারদের জন্য অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করার প্রাথমিক উপায় এটি।

দ্বিতীয়ত, মেসেজিং অ্যাপ একটি ডিভাইসেই ব্যবহার করার সময় ‘ম্যানেজ ডিভাইস’ থেকে ‘মাল্টিডিভাইস অপশন’টি বন্ধ করে নিতে হবে। ফলে অন্য কোনো ডিভাইস থেকে ভিন্ন কোনো ব্যক্তির অ্যাকাউন্টে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে। যদি কেউ এমন প্রচেষ্টা করেও তাদের ব্লক করার নোটিফিকেশন দ্রুত গ্রাহকের কাছে চলে আসবে। অন্যদিকে, সিম বাইন্ডিং ফিচার চালু করে নেওয়া যেতে পারে।

ফলে ডিভাইসের সঙ্গে যুক্ত একটি নির্দিষ্ট সিম দিয়েই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। গ্রাহকরা ইমো অ্যাপ একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য কিছু অতিরিক্ত ফিচার সক্রিয় করতে হবে। যেমন– ‘ট্রাস্টেড ডিভাইস’ ও ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করতে হবে। ট্রাস্টেড ডিভাইস ফিচারের মাধ্যমে একাধিক ডিভাইস থেকে অ্যাকাউন্টে প্রবেশ নিয়ন্ত্রণ সম্ভব। ইউনিক ভেরিফিকেশন কোডের মাধ্যমে শুধু অনুমোদিত ডিভাইস দিয়েই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। নিরাপত্তা জোরদারে পাসকি অথেনটিকেটর সক্রিয় করা যেতে পারে। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশনের মতো বায়োমেট্রিকস ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

বায়োমেট্রিকসের বদলে পাসকি হিসেবে পিন ব্যবহার করা যেতে পারে। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নিয়মিত ‘ম্যানেজ ডিভাইস’ চেক করে কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট যুক্ত আছে, তা যাচাই করা যাবে। সন্দেহজনক বা অজানা ডিভাইসে যুক্ত থাকলে দ্রুত তা রিমুভ করতে হবে। নিরাপত্তা ঝুঁকি মনে হলে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিরাপত্তার প্রশ্নে অমনোযোগী হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশে নিরাপদ মেসেজিং সেবা দিতে ধারাবাহিকভাবে নতুন ফিচার ও উদ্যোগ নিয়ে কাজ করছে ইমো। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে হ্যাকিং, জালিয়াতি ও হয়রানির সঙ্গে জড়িত থাকায় ১ লাখ ৭৯ হাজার ডিভাইস ব্যান করেছে এ প্ল্যাটফর্ম।

আরও পড়ুন

×