টুইটার ছাড়িয়ে থ্রেডস!

সাব্বিন হাসান
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৬:০৪
বিশ্ব প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলেছে থ্রেডস। শাব্দিক অর্থে মনে হয় আতঙ্ক। সবার জন্য নয়, আতঙ্কে আছে টুইটার আর নির্মাতা ইলন মাস্ক। কারণ, টুইটারসদৃশ সোশ্যাল অ্যাপ হচ্ছে থ্রেডস, যার উদ্ভাবক মেটা। কারিগর মার্ক জাকারবার্গ। লড়াইটা তাই মার্ক জাকারবার্গ আর ইলন মাস্ককে ঘিরেই আবর্তিত। লিখেছেন সাব্বিন হাসান
‘থ্রেডস’ নামে অ্যাপ উন্মোচন করেছে মেটা। আর তাতেই চটেছেন টুইটার মালিক ইলন মাস্ক। হুমকিও দিয়েছেন কয়েক দফা। বলেছেন, প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবেন। মাত্র সাত ঘণ্টার ব্যবধানে কোটি ভক্ত নিবন্ধনের মাইলফলক ছুঁয়েছে থ্রেডস।
ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে নতুন সোশ্যাল অ্যাপ থ্রেডস। অ্যাপটি নিয়ে চূড়ান্ত নাখোশ হয়েছেন ইলন মাস্ক।
টুইট করে নিজের অভিব্যক্তি প্রকাশে ইলন মাস্ক বলেন, প্রতিযোগিতা ঠিক আছে, কিন্তু চুরি নয়। সরাসরি এমন কট্টর মন্তব্যের কারণে সমালোচনা গুনেছেন ইলন। তবে তাঁর পক্ষে দাঁড়িয়েছেন টুইট ভক্তরা।
খবরে প্রকাশ, মেটা উন্মোচিত থ্রেডস অ্যাপের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে টুইটার। সামাজিক যোগাযোগমাধ্যমটি দাবি করেছে, তাদের আইডিয়া চুরি করেছে মেটা ওরফে ফেসবুক কর্তৃপক্ষ। যদিও মামলায় টুইটার কতটা সাফল্য পাবে, তা নিয়ে সংশয় আছে বিস্তর।
থ্রেডস প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা না পেরোতেই নতুন বিতর্কের সূত্রপাত হয়। যার প্রকৃত কারণ কম সময়ে এটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তিন কোটির বেশি ভক্ত এখন পর্যন্ত থ্রেডস-ঝড়ের সঙ্গী হয়েছেন। অবাক হবেন জেনে, তিন কোটি ভক্ত পেতে চার বছর সময় নিয়েছিল টুইটার।
মার্ক জাকারবার্গ থ্রেডস নিয়ে বহুমাত্রিক ঘোষণা দিয়েছেন। অ্যাপটি ঘিরে কোটি কোটি আগ্রহে তিনি দারুণ উচ্ছ্বসিত, যা বলার অপেক্ষা রাখে না।
থ্রেডস সাইনআপ, পোস্ট আপলোডে যা করবেন
টুইটারের মতো টেক্সটভিত্তিক অ্যাপ থ্রেডস। শব্দ ছাড়াও এখানে শেয়ার করা যাবে ছবি ও ভিডিও। তবে ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ৫ মিনিট।
টুইটার মুখপাত্র অ্যাটর্নি অ্যালেক্স স্পিরো জানালেন, মেটা সিইও মার্ক জাকারবার্গকে চিঠি পাঠানো হবে। চিঠিতে টুইটারের বাণিজ্য গোপনীয়তা, সম্পত্তির পদ্ধতিগত অধিকার, ইচ্ছাকৃত ও বেআইনি অপব্যবহারের অভিযোগ তুলবেন।
টুইটারের এমন অভিযোগে দাপ্তরিক প্রতিক্রিয়া না জানালেও সংবাদমাধ্যম মারফত মেটার মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি জানান, যারা থ্রেডস অ্যাপ বানিয়েছেন, তাদের মধ্যে কেউই সাবেক টুইটার কর্মী নন।
শতাধিক দেশে চালু হয়েছে থ্রেডস। ভারতেও লাইভ হয়েছে অ্যাপটি। অ্যান্ড্রয়েড প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর– দুই জায়গা থেকেই ডাউনলোড করা যাবে অ্যাপটি।
মূলত ইনস্টাগ্রাম কর্মীরাই বানিয়েছেন থ্রেডস অ্যাপ। ইন্টারনেটে অ্যাপ লাইভ হওয়ার কয়েক ঘণ্টাতেই ৫০ লাখ নিবন্ধন ছাড়িয়ে যায়। বিশ্বের ১০০টি দেশে টুইটার প্রতিদ্বন্দ্বী এখন থ্রেডস।
কীভাবে পোস্ট আপলোড করবেন
টুইটারে যেমন টুইট বলা হয়, তেমনই এখানে টেক্সট পোস্টকে বলা হয় থ্রেড। সর্বোচ্চ ৫০০ শব্দ আপলোড করতে পারবেন। নতুন থ্রেড আপলোডে অ্যাপের হোমস্ক্রিন ‘নিউ থ্রেডস’ বাটনে ক্লিক করে প্রোফাইলে শেয়ার করা যাবে। ছবি, টেক্সট ছাড়া সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও আপলোডের অনুমতি দেয় থ্রেডস।
টুইটার : টুইটার পেইড গ্রাহকরা সব মিলিয়ে ১০ হাজার শব্দ আর ২ ঘণ্টার ভিডিও আপলোড করতে পারেন। অন্যদিকে নন-পেইড গ্রাহকরা সর্বাধিক ২৮০ শব্দ আর ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারেন।
বিশ্ব প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলেছে থ্রেডস। শাব্দিক অর্থে মনে হয় আতঙ্ক। সবার জন্য নয়, আতঙ্কে আছে টুইটার আর নির্মাতা ইলন মাস্ক। কারণ, টুইটারসদৃশ সোশ্যাল অ্যাপ হচ্ছে থ্রেডস, যার উদ্ভাবক মেটা। কারিগর মার্ক জাকারবার্গ। লড়াইটা তাই মার্ক জাকারবার্গ আর ইলন মাস্ককে ঘিরেই আবর্তিত।
সাইনআপ করবেন যেভাবে
- নতুন সোশ্যাল মিডিয়া পরখ করতে থ্রেডস অ্যাপ সাইনআপ পদ্ধতি জেনে নিন।
- স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে ‘থ্রেডস অ্যান ইনস্টাগ্রাম অ্যাপ’ সার্চ করতে হবে।
- অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে ‘লগ ইন উইথ ইনস্টাগ্রাম’ অপশনে ট্যাপ করতে হবে।
- ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
প্রোফাইল সেটআপে দুটি অপশন আসবে। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল; এখানে ইমপোর্ট করতে পারবেন, যার জন্য ‘ইমপোর্ট ফরম ইনস্টাগ্রাম’ বাটনে ট্যাপ করতে হবে। আরেকটি ম্যানুয়ালি পদ্ধতি। যেখানে নিজের বায়ো, লিঙ্ক ও প্রোফাইল পিকচার সেট করতে হবে। উল্লিখিত কাজগুলো শেষে ‘নেক্সট’ ক্লিক করতে হবে। ফলে পাবলিক ও প্রাইভেট প্রোফাইলের দুটি অপশন আসবে। কারও বয়স যদি ১৮ বছরের নিচে হয়, তাহলে অটোমেটিক ডিফল্ট অপশন হিসেবে প্রোফাইল প্রাইভেট থাকবে।
ইনস্টাগ্রামে যাদের ফলো করেন, তাদের এই অ্যাপে ফলো করতে পারবেন বা প্রক্রিয়াটি স্কিপ করে যেতে পারেন।
সব কাজ হয়ে গেলে ‘জয়েন থ্রেডস’ অপশনে ট্যাপ করতে হবে। অ্যাপটি সবার জন্য ফ্রি।
ইলন মাস্ক
প্রতিষ্ঠাতা, টুইটার
টুইট করে নিজের অভিব্যক্তি প্রকাশে ইলন মাস্ক বলেন, প্রতিযোগিতা ঠিক আছে, কিন্তু চুরি নয়। সরাসরি এমন কট্টর মন্তব্যের কারণে সমালোচনা গুনেছেন ইলন। তবে তাঁর পক্ষে দাঁড়িয়েছেন টুইট ভক্তরা।
মার্ক জাকারবার্গ
প্রতিষ্ঠাতা, থ্রেডস
বহুল আলোচিত অ্যাপ ‘থ্রেডস’ উন্মোচন করে টুইটারে ১১ বছরের নীরবতা ভেঙে জনপ্রিয় মিম পোস্ট করেছেন জাকারবার্গ। যেখানে প্রায় একই রকম দেখতে দুই স্পাইডারম্যানকে পরস্পরের দিকে আঙুল তাক করে থাকতে দেখা যায়। মুখপাত্র (মেটা) অ্যান্ডি স্টোন বলেছেন, থ্রেডস নির্মাণের প্রকৌশলী দলে কেউ নেই এমন, যিনি টুইটারে আগে কাজ করেছেন। মূলত থ্রেডস তৈরি করেছেন মেটার অ্যাপ ইনস্টাগ্রামের কর্মীরা, যা সম্পূর্ণভাবেই আলাদা।
- বিষয় :
- টুইটার
- থ্রেডস
- থ্রেডস সাইনআপ