ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

যা করলে গতি পাবে ডিভাইস

যা করলে গতি পাবে ডিভাইস

.

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ০০:৩৫

স্মার্ট ডিভাইসের সবচেয়ে প্রয়োজনীয় দপ্তর হচ্ছে ব্যাটারির স্বাস্থ্য। কারণ, ব্যাটারির হেলথের ওপরে সবকিছু নির্ভর করে। ডিভাইসে সব সময় শতভাগ চার্জ থেকে বিরত থাকবেন। বিপরীতে চার্জ ১০ শতাংশের নিচে নেমে গেলে তবেই চার্জ সংযোগ দেওয়া শ্রেয়। বিরতিতে বা থেকে থেকে চার্জ করা ডিভাইসের জন্য ভালো নয়; বরং ক্ষতির কারণ। গবেষকরা বলেন, হ্যান্ডসেট অতিরিক্ত গরম হওয়ার পেছনে এটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। প্রয়োজনে ডিভাইস চার্জের নিয়মিত সময় নির্ধারণ করে নিতে পারেন।
অ্যাপ স্পেস কেন জরুরি
ডিভাইসে যত ধরনের অ্যাপ রয়েছে, তার মধ্যে নিয়মিত প্রয়োজন হয় এমন দরকারি সব অ্যাপ আপডেট রাখা জরুরি। এতে ফাস্ট ও স্মুথ অভিজ্ঞতা পাওয়া সম্ভব। অন্যদিকে ওই সব অ্যাপ থাকবে সুরক্ষিত। দুই থেকে তিন মাসের মধ্যেই অ্যাপে কিছু আপডেট সংযোজন করা হয়। তাই নোটিফিকেশনে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সব সময় দরকার নেই বা নিয়মিত প্রয়োজন হয় না এমন অ্যাপ মেমোরির গুরুত্বপূর্ণ স্পেস দখল করে নেয়। অন্যদিকে র‌্যামের গতি মন্থর করে ও অহেতুক জায়গা নষ্ট করে। উল্লিখিত কারণ দুটি হ্যান্ডসেটের নিশ্চিতভাবেই গতিহীন হওয়ার পেছনে কাজ করে। আবার কয়েকটা অচেনা অ্যাপ ভুলবশত ইনস্টল থাকলে তা হ্যাক হওয়ার ঝুঁকি বাড়ায়।
নিয়মিত রিস্টার্ট
অনেকেই ফোনকে মাসের পর মাস শুধু অন-অফ করে ব্যবহার করেন, যা মোটেও ভালো নয়। ফোনকে নিয়মিত রিস্টার্ট করার অভ্যাস করা প্রয়োজন। 
ডিভাইস গবেষকরা বলছেন, প্রতিদিন না হলেও অন্তত দুই-তিন দিন পরপর ডিভাইস রিস্টার্ট করলে অনেক সমস্যায় চমৎকার ফল পাওয়া যায়।

আরও পড়ুন

×