ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সামাজিক মাধ্যমে বাড়বে কনটেন্ট চাহিদা

সামাজিক মাধ্যমে বাড়বে কনটেন্ট চাহিদা

সুনির্দিষ্ট কিছু খুঁজে না পেলে তৈরি হয় বিরক্তি

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ০০:২৮ | আপডেট: ৩০ জুন ২০২৫ | ২০:২২

সামাজিক মাধ্যমে দিন-রাত চলছে উন্মাদনা আর ছোটাছুটি। কারণ, মাঝেমধ্যে ভালো কনটেন্ট না থাকায় সৃষ্টি হয় বিরক্তি। সুনির্দিষ্ট কিছু খুঁজছেন, কিন্তু কোনোভাবেই ধরা দিচ্ছে না চাহিদার কনটেন্ট। যা সৃষ্টি করছে বোরডম।

এমন অবস্থা থেকে মুক্তি পেতে গবেষকরা দিয়েছেন বিশেষ পরামর্শ। ১০ মিনিটের চেয়ে কম সময়ের ভিডিওচিত্র এখন চাহিদার শীর্ষে। আর ঠিক এমন কারণ কাজ করে রিলস বা ইনস্টা উদ্ভাবনের নেপথ্যে। অর্থাৎ ৩০ সেকেন্ডে বা তার চেয়ে কম সময়ে মূল বিষয়কে দর্শকের সামনে উপস্থাপনের চ্যালেঞ্জ তৈরি হয়।

অনেকে ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছেন। কখনও পোস্ট, কখনও রিলস; কিন্তু নজর কাড়ছে না কিছুই। উল্টো হচ্ছে বিরক্তির কারণ। ইনস্টা বা ইউটিউব রিলস দেখতে সবাই যেন মরিয়া। কিছুতেই মিলছে না পরিতৃপ্তি। বিভোর করছে, চিন্তার কারণ হচ্ছে; কিন্তু প্রকৃত খোঁজে মিলছে না সদুত্তর।

ঠিক এমন বিষয়ে গবেষণা পরিচালনা করেছে স্কারবোরো ইউনিভার্সিটি। মূল লক্ষ্য, শর্ট ভিডিও বা রিলস কেন বিরক্তির ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার পেছনের কারণ হচ্ছে ভালো কিছুর খোঁজ, গবেষণা বা জ্ঞানতথ্যের খোঁজ। অর্থাৎ যে রিলস বা ভিডিওচিত্র সব সময় দেখছেন, তা যেন অপছন্দের কারণ।

গবেষকরা বলছেন, ভালো কিছুর খোঁজই উদ্ভাবনের পেছনে কাজ করে। প্রকৃত জানার ইচ্ছা তীব্র না হলে সভ্যতার বিকাশ কখনোই সম্ভব হতো না। অন্তহীন খোঁজ যেন রীতিমতো ক্লান্ত করে তুলছে। শেষমেশ বিরক্ত হয়ে হুট করে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি। যাকে সংক্ষেপে বলা হয় বোরডম। সামাজিক যোগাযোগে ছড়ানো গুজব ক্রমে প্রশ্নবিদ্ধ করছে সবকিছু। খুঁজছি, পাচ্ছি; কিন্তু বিশ্বাস করতে পারছি না।

অন্যদিকে, ছড়িয়ে পড়া ঘটনার পেছনে প্রকৃত সোর্স নিয়ে থেকে যায় সন্দেহ। ঠিক কী খুঁজছেন, এখন তা জানিয়ে দেবে ওপেনএআই চ্যাটবট। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সুফলে কনটেন্ট পেয়েছে ভিন্ন গ্রহণযোগ্যতা। জানেন না কিন্তু অনেক নিখুঁত আর তথ্যনির্ভর কনটেন্ট খুঁজে দেবে এআই।

গবেষকরা বলছেন, অদূর ভবিষ্যতে কুত্রিম বুদ্ধিমত্তার যেমন পরিসর তৈরি হচ্ছে, তাতে কনটেন্টের অন্তহীন দুনিয়া উন্মোচিত হবে। অভিযোগ রয়েছে, সার্চের কারণে অনেক কনটেন্টে পক্ষপাতদুষ্ট আচরণ করে গুগল। কনটেন্ট থেকে বিরক্তির সময় ফুরিয়ে আসবে। সামনে উন্মোচিত হবে অভূতপূর্ব কনটেন্ট সাম্রাজ্য।
 

আরও পড়ুন

×