ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

অনার ৪০০ সিরিজের ফোনে প্রতিটি ছবি হবে মাস্টারপিস

অনার ৪০০ সিরিজের ফোনে প্রতিটি ছবি হবে মাস্টারপিস

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৮:৫৩

বর্তমানে স্মৃতি কেবল আর সংরক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নেই, স্মৃতিকে আরও জীবন্ত করে তুলতে ব্যবহৃত হচ্ছে নানা প্রযুক্তি। আর এ ভাবনা থেকেই স্মার্টফোন ক্যামেরার গতানুগতিক ধারণাকে বদলে দিতে অনার নিয়ে এসেছে তাদের নতুন ৪০০ সিরিজের স্মার্টফোন। এ সিরিজের শক্তিশালী ডিভাইস অনার ৪০০ ও অনার ৪০০ প্রো’র ক্যামেরা ব্যবহারকারীদের প্রতিদিনের মুহূর্তকে রূপান্তর করবে একেকটি সিনেমাটিক মাস্টেরপিসে।

যারা ছবির মাধ্যমে গল্প বলতে ভালোবাসেন, এমন সৃজনশীল মানুষদের সৃষ্টিশীলতালে প্রাধান্য দিয়েই এ সিরিজ আনা হচ্ছে বলে জানিয়েছে অনার কর্তৃপক্ষ। এই নতুনত্বের মূলে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার এআই মেইন ক্যামেরা, যেটি ১/১.৪ ইঞ্চি সেন্সর দ্বারা পরিচালিত। এর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) ছবি তোলার সময় প্রতিটি খুঁটিনাটি তুলে আনবে। তাই আপনি যখন কোনো ব্যস্ত রাস্তা কিংবা বাচ্চাদের খেলার মাঠে দৌড়ানোর রঙিন সময়কে ক্যামেরার আবদ্ধ করতে চাইছেন, তখন এই ক্যামেরা প্রতিটি আলোর ঝিলিক এবং ছায়াকে ক্যাপচার করবে একদম স্পষ্টভাবে। এছাড়াও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আপনার ছবির পরিধি বাড়াবে এবং ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা ক্যামেরা নিশ্চিত করবে পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোও দৃষ্টিনন্দন।

অনার ৪০০ প্রোতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ৩ গুণ টেলিফোটো ক্যামেরা ও সনি আইএমএক্স ৮৬৫ সেন্সর। এর মাধ্যমে আপনি ৫০ গুণ পর্যন্ত জুম করতে পারবেন এবং এআই সুপার জুম ক্লাউড প্রসেসিং ব্যবহার করে ছবির ফ্রেমকে আরও স্পষ্ট ও নিখুঁত করতে পারবেন। ফ্ল্যাগশিপ ম্যাজিক ৭ প্রো থেকে অনুপ্রাণিত হয়ে এ ফিচারটি ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, গুগলের ভিও ২ অ্যালগরিদম ব্যবহার করে এআই ইমেজ টু ভিডিও ফিচারের মাধ্যমে যেকোনো স্থিরচিত্রকেও পাঁচ সেকেন্ডের ভিডিও ক্লিপে রূপান্তর করা যাবে, যা মোবাইল ফটোগ্রাফিতে বিশ্বে প্রথম।

এ ধরনের অসাধারণ ফিচার ব্যবহার করে আপনার শৈশবের ছবিগুলোকেও জীবন্ত করে তুলতে পারবেন স্টিমুলেটেড ক্যামেরা প্যান ড্রোন মুভমেন্ট, আবেগপূর্ণ বাস্তবতার সমন্বয়ে। আর সবচেয়ে ভাল দিক হল, আপনার খুব ভাল ভিডিও করার দক্ষতা থাকতে হবে না, এআই নিজেই ভিডিওর মধ্যকার গল্প এমপি ৪ ফরম্যাটে রুপান্তর করবে।

এছাড়া আপনি যদি আরও পারসোনালাইজেশন পছন্দ করেন, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে অনারের এডিটিং স্যুইট, এআই ইরেজার ও এআই আউট পেইন্টিংয়ের মত কিছু চমৎকার ফিচার। এই টুলগুলো আপনার ছবি থেকে ডিসট্রাকশন দূর করতে, দৃশ্য সম্প্রসারিত করতে এবং কম্পোজিশন আরও সুন্দর করতে সাহায্য করবে। এআই ফেইস টিউন গ্রুপ ছবির জন্য আরেকটি আশীর্বাদ, কারণ এটি ইন্টেলিজেন্ট রেফারেন্স ম্যাচিংয়ের মাধ্যমে চোখ বন্ধ করে থাকা মুখগুলোও ঠিক করে দেবে। এমন অনেক সময়েই হয় যে, গ্রুপ ছবিতে কেউ না কেউ চোখ বন্ধ করে ফেলে, তাই বলা যায়, এই টুলটি হতে চলেছে ফটোগ্রাফির জন্য গেম চেঞ্জার।

মোশন ফটো কোলাজ, এইচডি মুভিং ফটো ও এআই পোর্ট্রেইট স্ন্যাপের মত দারুণ সব ফিচার আপনার ফটোগ্রাফিকে আরও এক ধাপ এগিয়ে নিবে। মোশন ফটো কোলাজে একত্রে ২ থেকে ৯টি দিয়ে বানানো যাবে চলমান গল্প। আর এইচডি মুভিং ফটো সংরক্ষণ করবে আপনার স্বর্ণালি মুহূর্তগুলোর তিন সেকেন্ড এবং এআই পোর্ট্রেইট স্ন্যাপ বোকেহ অ্যালগরিদম ব্যবহার করে দ্রুতগতির মুহূর্তলোকেও ফ্রেমে বন্দি করবে একেবারে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত স্পষ্টতার সাথে।

অনার ৪০০ সিরিজ শুধু ছবি তোলা ও এডিটিং শুধু দুর্দান্ত নয় পাশাপাশি এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন থ্রি মোবাইল প্ল্যাটফর্ম, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ের ক্ষেত্রে নতুন গতি আনবে। আর সিপিইউ টারবো এক্স গেম ইঞ্জিন এই অভিজ্ঞতাকে আরও করবে উপভোগ্য। ৬ হাজার মেগাহার্টজ সিলিকন-কার্বন ব্যাটারিটি ৮০ ওয়াট সুপার চার্জার মাত্র ১৫ মিনিটে ৪০ শতাংশ এবং ৫৪ মিনিটে ১০০ শতাংশ পর্যন্ত ফোন চার্জ করে ফেলে। উল্লেখ্য , ডিভাইসটি ম্যাজিক অ্যান্ড্যতেড ৯.০ সফটওয়্যারের মাধ্যমে চলে।

অনার ৪০০ সিরিজের ডিভাইসের মাধ্যমে আপনি সহজেই সূর্যাস্তের দৃশ্য আপনার ফোনে ধরে রাখতে পারবেন আবার পুরোনো পারিবারিক ছবিকে জীবন্ত গল্পে রূপ দিতে পারবেন। অনার ৪০০ পাওয়া যাচ্ছে মাত্র ৫৯ হাজার ৯৯৯ টাকা এবং অনার প্রো মিলবে ৭৯ হাজার ৯৯৯ টাকায়, তাই দেরি না করে এখনই সংগ্রহ করুন আপনার স্বাচ্ছন্দ্যে গল্প বলার সঙ্গীকে।

আরও পড়ুন

×