ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

অপহরণ ও ধর্ষণ মামলার জেল পলাতক আসামি গ্রেপ্তার

অপহরণ ও ধর্ষণ মামলার জেল পলাতক আসামি গ্রেপ্তার

আব্দুল্লাহ আল কাউসার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ২১:৪৫

অপহরণ ও ধর্ষণ মামলার জেল পলাতক আসামি উজ্জল ইসলাম ওরফে আব্দুল্লাহ আল কাউসারকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

সোমবার নেত্রকোনা জেলার দূর্গাপুর বয়রাতলি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করেছে এটিইউ।

মঙ্গলবার বিকেলে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামি উজ্জল ইসলামের বিরুদ্ধে শেরপুর জেলার এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা ভুক্তভোগীর মা খালেদা বেগম। শেরপুর নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে করা মামলাটি তদন্ত শেষে শেরপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার আসামি উজ্জল ওই মামলায় শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

এসপি মাহফুজুল আলম রাসেল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট শেরপুর জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় উজ্জল ইসলাম জেল থেকে পলিয়ে আত্মগোপন করেন। ওই ঘটনায় কারা কতৃর্পক্ষ মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×