ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

অ্যাপ ক্রিপ্টোগ্রাফি পরিষেবা

অ্যাপ ক্রিপ্টোগ্রাফি পরিষেবা

.

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ০০:২৬

অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহারে পাসকিজ পরিষেবা ডেভেলপ করার কথা বলেছে সোশ্যাল প্ল্যাটফর্ম। যার মাধ্যমে মানোন্নত ও সুরক্ষিত ব্যবস্থার সুবিধা পাবেন ইমো গ্রাহক। এমন প্ল্যাটফর্ম ব্যবহারে আগের তুলনায় স্বাচ্ছন্দ্যে আঙুলের ছাপ, মুখমণ্ডল ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুবিধা নিয়েছেন অনেকে।
পরিষেবাটি দিয়ে পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে ঠিকঠাক লগইন করা যায়। বায়োমেট্রিক সুবিধা, যেমন– ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা পিন ব্যবহারে অ্যাকাউন্ট আনলক করা যাবে। সহজ, দ্রুত আর সুরক্ষিত মাধ্যমে অ্যাপ ব্যবহারে নিরবচ্ছিন্ন অথেন্টিকেশনে নতুনত্ব পাওয়া যাবে পরিষেবায়। প্ল্যাটফর্মে লগইন করার সময় উল্লিখিত মাধ্যমে গ্রাহক তাদের বায়োমেট্রিক তথ্যের সুবিধা নিতে পারবেন। অন্য কেউ অ্যাপে লগইন বিষয়ে জানতে পারবে না, যা নিশ্চিত করবে গোপন সুরক্ষা। অন্যদিকে লগইন প্রক্রিয়া হয়েছে সহজ।
অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত সাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামে গ্রাহক পাসকিজ সংশ্লিষ্ট প্রতারণা থেকে পুরোপুরি সুরক্ষিত হবেন। নতুন প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহারে পরিচয় নিশ্চিত করা হয়েছে। সুরক্ষার উদ্বেগ কমাতে এমন বিশেষ পরিষেবার উদ্ভাবন করেছে উদ্যোক্তা প্ল্যাটফর্ম।
ফিচারে শুধু লগইন প্রক্রিয়াকেই সহজ করেছে, তা কিন্তু নয়; লগইনে দ্বিতীয় অথেন্টিকেশনের শর্তও দূর হয়েছে। নিরবচ্ছিন্ন যোগাযোগে এটি নতুন মাত্রা দিয়েছে। পাসওয়ার্ড মনে রাখতে হবে না, আর বিদেশে থাকাকালে কোড পাওয়া নিয়ে করতে 
হবে না বাড়তি দুশ্চিন্তা।

আরও পড়ুন

×