ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন

ফাইল ছবি
ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ২২:১৩
চাঁদপুরে ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় এর দাম নির্ধারণ এবং সিন্ডিকেটের কবলে ইলিশের বাজার সম্পর্কীয় চাঁদপুরের ডিসির এমন চিঠি মন্ত্রীপরিষদ গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। শুধু তাই নয়, এটিকে আমলে নিয়ে প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করলে তিনি তা অনুমোদন করেছেন বলে গত ২৬ জুন মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ সাক্ষরিত চিঠিতে জানা গেছে।
ওই চিঠিতে জানানো হয়েছে, বিভাগীয় কমিশনার থেকে প্রাপ্ত জুন- ২০২৫ এর পাক্ষিক গোপনীয় প্রতিবেদন থেকে এটি প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সামনে উপস্থাপিত হয়।
চিঠিতে বলা হয়, চাঁদপুরের ইলিশের সুস্বাদুতার সুযোগ নিয়ে চাঁদপুর ও আশেপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী/ আড়ৎদার নিজের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন। যা একেবারই নাগালের বাহিরে। ইলিশের চড়ামূল্যের কারণে ইলিশের মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যেহেতু ইলিশ চাঁদপুরসহ অন্যান্য জেলাতেও ধরা পড়ে, তাই কেবলমাত্র চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক ইলিশের মূল্য নির্ধারণ হলে এর ফলপ্রসূ প্রভাব পড়বে না। তাই চাঁদপুরের পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিসহ আরো অনেক নদী যেগুলো সাগর তীরবর্তী এলাকার জেলার নদীতে ধরা পড়ে।
প্রস্তাবে আরো বলা হয়, নদী বা সাগরে ইলিশ উৎপাদনে ইলিশের উৎপাদন খরচ না থাকলেও ইলিশ বাজার অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেহেতু ইলিশ প্রাকৃতিকভাবে উৎপাদন হয়, সেহেতু ইলিশ আহরণ ও আনুষঙ্গিক ব্যয়ের প্রতি লক্ষ্য রেখে ইলিশের নির্ধারণ প্রয়োজন। আর এই মূল্য নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য মৎস্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা যেতে পারে। ইলিশ সংক্রান্ত এই প্রস্তাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয় এবং এর বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এর অগ্রগতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে মন্ত্রী পরিষদ বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
এর আগে জুনের শেষদিকে চাঁদপুর ও দক্ষিণান্চলের ইলিশ প্রাপ্তির জায়গাগুলোতে ইলিশের আকাশচুম্বি দাম দেখে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ইলিশের দাম নির্ধারণ করে দেয়ার জন্য এবং এর সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে মন্ত্রী পরিষদ এবং মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের ব্যবস্থা নেয়ার অনুরোধ চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ঐ চিঠির অনুলিপি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকেও পাঠান তিনি। বিশেষ করে তিনি চাঁদপুরের ইলিশের দাম ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়ায় এবং এখনো যেটি মওসুমের শুরু থেকেই অব্যহত থাকায় প্রশাসনসহ ভোক্তা মহলে চরম অসন্তোষ লক্ষ্যণীয়।