মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা
খালাস চেয়ে আপিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের

হিটু শেখ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ২২:০০
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হিটু শেখ খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেছেন। তার পক্ষে আইনজীবী মোহাম্মদ আব্বাস উদ্দিন আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি তাকে দেওয়া এক লাখ টাকার অর্থদণ্ড স্থগিতের আদেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী আব্বাস উদ্দিন। তিনি জানান, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হিটু শেখের করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে এ আদেশ দেন আদালত। হিটু শেখ শিশুটির বোনের শ্বশুর।
এর আগে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায়ে অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়। গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।
- বিষয় :
- মাগুরা
- ধর্ষণ ও হত্যা